Shani Gochar 2023: শনির অবস্থান পরিবর্তনে এই রাশির জাতক-জাতিকারা দুর্দশাগ্রস্ত হতে পারেন, মুক্তির উপায় কী?
- Written by:Trending Desk
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
শনির রাশি পরিবর্তনের কারণে ৩টি রাশির সাড়ে সাতি ও ২টি রাশির ঢাইয়া যোগ শুরু হবে। অন্য দিকে, মিথুন রাশির জাতক-জাতিকারা ঢাইয়ার হাত থেকে মুক্তি পাবেন। এবারে দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতক-জাতিকাদের বিশেষ ভাবে সতর্ক থাকা উচিত ৷
ভারতীয় জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়ের দেবতার মর্যাদা দেওয়া হয়েছে। আজ, মঙ্গলবার ১৭ জানুয়ারি, শনিদেব তাঁর রাশিচক্র পরিবর্তন করে মকর রাশি থেকে নিজরাশি কুম্ভতে অবস্থান পরিবর্তন করতে চলেছেন। ৩০ বছর পর শনিদেব নিজের অবস্থান পরিবর্তন করতে চলেছেন, এতে ৫টি রাশির জাতক-জাতিকাদের ওপর অশুভ প্রভাব পড়তে পারে। শনির রাশি পরিবর্তনের কারণে ৩টি রাশির সাড়ে সাতি ও ২টি রাশির ঢাইয়া যোগ শুরু হবে। অন্য দিকে, মিথুন রাশির জাতক-জাতিকারা ঢাইয়ার হাত থেকে মুক্তি পাবেন। এবারে দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতক-জাতিকাদের বিশেষ ভাবে সতর্ক থাকা উচিত ৷
advertisement
কর্কট রাশি: শনির পরিবর্তনের কারণে কর্কট রাশির জাতক-জাতিকারা নানান ভাবে প্রভাবিত হতে চলেছেন। এই সময়টা তাঁদের জন্য ফলদায়ক নয়। সবচেয়ে বড় প্রভাব পড়বে জাতক-জাতিকাদের স্বাস্থ্যের ওপর। পারিবারিক সমস্যায় জর্জরিত হতে হবে। কর্মক্ষেত্রেও অসুবিধার সম্মুখীন হতে হবে। আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে এবং আয় বুঝে ব্যয় করতে হবে। জাতক-জাতিকাদের আর্থিক সঙ্কটেরও সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকী ধার করার প্রয়োজনও হতে পারে। প্রতিকার: প্রতিদিন ওম প্রাম প্রিম প্রৌম সঃ শনয়ে নমঃ মন্ত্র জপ করতে হবে।
advertisement
বৃশ্চিক রাশি: শনি কুম্ভ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির জাতক-জাতিকারাও আর্থিক সমস্যার সম্মুখীন হবেন। শনি বৃশ্চিক রাশির চতুর্থ ঘরে প্রবেশ করবেন। এই সময়টা জাতক-জাতিকাদের জন্য ভাল যাবে না। হার্ট এবং বুকে সমস্যা হতে পারে। স্বাস্থ্য এবং খাবারের প্রতি যত্ন নিতে হবে। সম্পত্তি নিয়ে বিবাদ দেখা দিতে পারে। নিয়মিত উৎস থেকেও আয় কম হবে। প্রতিকার: হনুমানজির পূজা করতে হবে, মঙ্গল ও শনিবার রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ করতে হবে।
advertisement
মকর রাশি: এই রাশি ত্যাগ করেই শনিদেব কুম্ভ রাশিতে গমন করবেন। কিন্তু তা সত্ত্বেও মকর জাতক-জাতিকারা সাড়ে সাতির কবল থেকে মুক্তি পাবেন না। এই রাশির জাতক-জাতিকাদের উত্তরতি সাড়ে সাতি শুরু হবে। তাঁদের মান-সম্মানের ব্যাপারে আরও সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে। তবে পরিবারে শান্তি বিরাজ করবে, আবারও দুর্দশা ঘটারও সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের জন্য এই সময়টি মাঝারি ফল দেবে। এই সময় কোনও কাজে অবহেলা করা ঠিক না। প্রতিকার: সাতমুখী রুদ্রাক্ষ পরিধান করা উচিত, তবে তা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে।
advertisement
মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকাদের এই সময় সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হবে। স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। নতুন বা পুরনো রোগ আবার বাড়তে পারে। কথাবার্তায় তিক্ততা দেখা দিতে পারে। চাকরিজীবীদের সতর্ক থাকতে হবে, তাদের বদলি হওয়ারও সম্ভাবনা রয়েছে। যাঁরা ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন, তাদের আরও ধৈর্য ধরা উচিত। প্রতিকার: প্রতিদিন পিপল গাছে জল অর্পণ করা উচিত এবং শনিবার সরষের তেলের প্রদীপ জ্বালানো উচিত।
advertisement
মিথুন রাশি: কুম্ভে শনির অবস্থানের কারণে মিথুন রাশির জাতক-জাতিকারা অষ্টম ঢাইয়া থেকে স্বস্তি পাবেন। নিয়মিত আয় হলেও ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে। যাঁরা কোথাও বিনিয়োগের কথা ভাবছেন, তাঁদের একটু সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। প্রতিকার: বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ডান হাতে পাঁচ ক্যারাট বা তার বেশি ওজনের নীলা পরিধান করা উচিত।











