কলকাতা: মাধ্যমিকের ৫ দিনের মধ্যেই এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হল। সর্বকালীন রেকর্ড সময়ে এবারের ফল প্রকাশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ঘোষণা করেন এবারের উচ্চ মাধ্যমিকের ফল।
গত বছরের তুলনায় নম্বরের হিড়িক একলাফে অনেকটাই কমল এবছর। ৬০ শতাংশ বা তার বেশি নম্বর গতবারের তুলনায় পাওয়া ছাত্র ছাত্রীদের সংখ্যা এক লাফে কমে গেল প্রায় ৩০ শতাংশ। গতবার ৬০ শতাংশ এর উপরে পেয়েছিল ৭৮ শতাংশ ছাত্রছাত্রী। এবছর, তা একলাফে কমে হল ৩৮.৬৫ শতাংশ। শুধু তাই নয়, গতবারের তুলনায় কমলো ৮০ শতাংশ ও ৯০ শতাংশের বেশি পাওয়া ছাত্র ছাত্রীদের সংখ্যাও।
৮০ শতাংশ ও তার বেশি পেয়েছেন ৮.৬৬ শতাংশ ছাত্রছাত্রী, ৯০ শতাংশের উপরে পেয়েছেন মাত্র ০.৯ শতাংশ। গত বছর এই সংখ্যাটা ছিল দ্বিগুণেরও বেশি। কিন্তু কী কারণে এত নম্বর কমলো? চলতি বছরে যাঁরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, তাঁরা ২০২১ এ করোনা পরিস্থিতির কারণে মাধ্যমিক পরীক্ষা দেননি৷ সেই কারণে বেশি নম্বর পাওয়া ছাত্র-ছাত্রীদের সংখ্যা এক লাফে অনেকটাই কমলো বলে মনে করা হচ্ছে।
এর জেরে কলেজে ভর্তি হতে ছাত্রছাত্রীদের অনেকটাই সুবিধে হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আগের বছর কলেজে ভর্তি হতে বেশি নম্বর পেয়েও ছাত্র-ছাত্রীরা ভর্তি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিল। এবারে এই বৈষম্য অনেকটাই কমবে বলেই মত সংসদের আধিকারিকদের।
এবারের মোট আবেদনকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮,৫২,৪৪৪ জন। মোট পরীক্ষা দিয়েছেন ৮,২৪,৮৯১ জন। পাশ করেছেন ৭,৩৭,৮০৭ জন। পাশের হার ৮৯.২৫ শতাংশ। পাশের হারে জেলাভিত্তিক প্রথম হয়েছেন পূর্ব মেদিনীপুর। ১১ টি জেলায় পাশের হার ৯০ পার্সেন্ট বেশি। আগামী বছর উচ্চ মাধ্যমিক শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। দুপুর ১২টা থেকে ৩টে ১৫।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।