West Bengal HS Result 2023: গুচ্ছ গুচ্ছ ৮০-৯০‍% নয়! গত বছরের তুলনায় একলাফে অনেকটাই কমলো নম্বর পাওয়ার হিড়িক! কিন্তু কেন?

Last Updated:

এর জেরে কলেজে ভর্তি হতে ছাত্রছাত্রীদের অনেকটাই সুবিধে হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আগের বছর কলেজে ভর্তি হতে বেশি নম্বর পেয়েও ছাত্র-ছাত্রীরা ভর্তি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিল। এবারে এই বৈষম্য অনেকটাই কমবে বলেই মত সংসদের আধিকারিকদের।

কলকাতা: মাধ্যমিকের ৫ দিনের মধ্যেই এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হল। সর্বকালীন রেকর্ড সময়ে এবারের ফল প্রকাশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ঘোষণা করেন এবারের উচ্চ মাধ্যমিকের ফল।
গত বছরের তুলনায় নম্বরের হিড়িক একলাফে অনেকটাই কমল এবছর। ৬০ শতাংশ বা তার বেশি নম্বর গতবারের তুলনায় পাওয়া ছাত্র ছাত্রীদের সংখ্যা এক লাফে কমে গেল প্রায় ৩০ শতাংশ। গতবার ৬০ শতাংশ এর উপরে পেয়েছিল ৭৮ শতাংশ ছাত্রছাত্রী। এবছর, তা একলাফে কমে হল ৩৮.৬৫ শতাংশ। শুধু তাই নয়, গতবারের তুলনায় কমলো ৮০ শতাংশ ও ৯০ শতাংশের বেশি পাওয়া ছাত্র ছাত্রীদের সংখ্যাও।
advertisement
advertisement
৮০ শতাংশ ও তার বেশি পেয়েছেন ৮.৬৬ শতাংশ ছাত্রছাত্রী, ৯০ শতাংশের উপরে পেয়েছেন মাত্র ০.৯ শতাংশ। গত বছর এই সংখ্যাটা ছিল দ্বিগুণেরও বেশি। কিন্তু কী কারণে এত নম্বর কমলো? চলতি বছরে যাঁরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, তাঁরা ২০২১ এ করোনা পরিস্থিতির কারণে মাধ্যমিক পরীক্ষা দেননি৷ সেই কারণে বেশি নম্বর পাওয়া ছাত্র-ছাত্রীদের সংখ্যা এক লাফে অনেকটাই কমলো বলে মনে করা হচ্ছে।
advertisement
এর জেরে কলেজে ভর্তি হতে ছাত্রছাত্রীদের অনেকটাই সুবিধে হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আগের বছর কলেজে ভর্তি হতে বেশি নম্বর পেয়েও ছাত্র-ছাত্রীরা ভর্তি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিল। এবারে এই বৈষম্য অনেকটাই কমবে বলেই মত সংসদের আধিকারিকদের।
আরও পড়ুন: মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকেও নরেন্দ্রপুরের জয়জয়কার! প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার
এবারের মোট আবেদনকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮,৫২,৪৪৪ জন। মোট পরীক্ষা দিয়েছেন ৮,২৪,৮৯১ জন। পাশ করেছেন ৭,৩৭,৮০৭ জন। পাশের হার ৮৯.২৫ শতাংশ। পাশের হারে জেলাভিত্তিক প্রথম হয়েছেন পূর্ব মেদিনীপুর। ১১ টি জেলায় পাশের হার ৯০ পার্সেন্ট বেশি। আগামী বছর উচ্চ মাধ্যমিক শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। দুপুর ১২টা থেকে ৩টে ১৫।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Bengal HS Result 2023: গুচ্ছ গুচ্ছ ৮০-৯০‍% নয়! গত বছরের তুলনায় একলাফে অনেকটাই কমলো নম্বর পাওয়ার হিড়িক! কিন্তু কেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement