Teacher Recruitment: শিক্ষক নিয়োগে ৯ দিনে আবেদন মাত্র ৩০ থেকে ৩৫! এত কম কেন? অ্যাডমিট কার্ডে গণ্ডগোল! বড় কারণ জানাল SSC
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Teacher Recruitment: গত ২৪ অগাস্ট থেকে পোর্টাল চালু হলেও ৯ দিনে মাত্র ৩০ থেকে ৩৫ জন আবেদনকারী আবেদন করেছেন বলেই জানা গিয়েছে এসএসসি সূত্রে
কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই শিক্ষক নিয়োগের আবেদনের জন্য খুলে দেওয়া হয়েছে পোর্টাল। গত ২৪ অগাস্ট থেকে পোর্টাল চালু হলেও ৯ দিনে মাত্র ৩০ থেকে ৩৫ জন আবেদনকারী আবেদন করেছেন বলেই জানা গিয়েছে এসএসসি সূত্রে। পাশাপাশি, আবেদনপত্র পূরণের গাফিলতির কারণে অ্যাডমিট কার্ডেও রয়েছে সমস্যা, জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন।
সুপ্রিম কোর্টের নির্দেশেই নবম -দশম ও একাদশ- দ্বাদশের শিক্ষক নিয়োগের আবেদন পত্র ফের পূরণ করার জন্য পোর্টাল চালু করা হয়। গত ২৪ অগাস্ট থেকে আবেদনের পোর্টাল খুলে দিয়েছে SSC। তা সত্ত্বেও ৯ দিনে মাত্র ৩০ থেকে ৩৫ জন আবেদনকারী আবেদন করেছেন এই প্রক্রিয়ার জন্য।
প্রসঙ্গত, আগেই এসএসসি জানিয়েছিল যারা আবেদন করার তারা আবেদন করে ফেলেছিলেন।
advertisement
advertisement
এরপরেও সুপ্রিম কোর্টের নির্দেশে ফের পোর্টাল চালু হওয়ায় এই সংখ্যক আবেদনই এখনও পর্যন্ত জমা পড়ল। আবেদনকারীদের ৩ তারিখ অ্যাডমিট কার্ড দেওয়া হবে। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসি নিয়োগের লিখিত পরীক্ষা নেবে।
পাশাপাশি, অনলাইনে আবেদনপত্র পূরণের গাফিলতির জন্যই অ্যাডমিট কার্ডে সই না থাকা বা ছবি না থাকার মতো সমস্যা হয়েছে বলেই জানাল এসএসসি। অনেক ক্ষেত্রেই পরীক্ষার্থীরা সঠিকভাবে ফর্ম ফিলাপ করতে পারেননি। সেই কারণেই এই সমস্যা তৈরি হচ্ছে। ফর্ম ফিলাপের জন্য এক মাসেরও বেশি সময়সীমা দেওয়া হয়েছিল এসএসসির পক্ষ থেকে। আবেদনপত্র জমা নেওয়ার পর অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল এডিট করার জন্যও। প্রায় ১৫০০ পরীক্ষার্থী এডিটও করেছে আবেদনপত্রের ভুল ঠিক করার জন্য।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 01, 2025 2:47 PM IST








