WBJEE Results 2023: জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকায় বড় চমক! কলকাতা নাকি জেলা, কে এগিয়ে?

Last Updated:

WBJEE Results 2023: শুক্রবার দুপুর আড়াইটেয় সাংবাদিক সম্মেলন করে এ বছরের জয়েন্টের ইঞ্জিনিয়রিংয়ের ফলপ্রকাশ করবে বোর্ড।

জেলা নাকি কলকাতা? জয়েন্টে এগিয়ে কে?
জেলা নাকি কলকাতা? জয়েন্টে এগিয়ে কে?
কলকাতা: এক মাসের মাথায় চলতি বছরের ইঞ্জিনিয়রিংয়ের ফলপ্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। জয়েন্টের মেধাতালিকায় জেলার জয়জয়কার। কলকাতা থেকে দুজন স্থান পেলেও জেলা থেকেই পাঁচ জন জায়গা করে নিল মেধা তালিকায়। যার মধ্যে বাঁকুড়া থেকে দুজন, পশ্চিম মেদিনীপুর থেকে একজন পশ্চিম বর্ধমান থেকে একজন ও পূর্ব বর্ধমান থেকে একজন।  আজ অর্থাৎ শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ সাংবাদিক সম্মেলন করে ইঞ্জিনিয়রিংয়ের ফলাফল ঘোষণা করা হয় বোর্ডের তরফে। রাজ্য জয়েন্টে প্রথম হলেন মহম্মদ সাহিল আখতার। রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের ছাত্র তিনি।
অন্যদিকে জয়েন্ট এন্ট্রান্স মেধা তালিকায় ফের পিছিয়ে গেল রাজ্য বোর্ডের পড়ুয়ারা। প্রথম দশের মধ্যে শুধুমাত্র তিনজনই রাজ্য বোর্ডের পড়ুয়া। বাকি ৬ জন সিবিএসসি ও একজন আইসিএসসি বোর্ডের পড়ুয়া।৯৮ হাজার পরীক্ষার্থী এবার ইঞ্জিনিয়রিংয়ের প্রবেশিকা পরীক্ষা দিয়েছেন। যে সব পরীক্ষার্থী শূন্য বা তার বেশি নম্বর পাবেন তাঁদেরকেই র‍্যাঙ্ক কার্ড দেওয়া হবে বলেই জয়েন্ট বোর্ড সূত্রে খবর।
advertisement
advertisement
বিকেল চারটের পর থেকেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীরা তাঁদের নম্বর ও র‍্যাঙ্ক কার্ড দুই ডাউনলোড করতে পারবেন। ইতিমধ্যেই ফলপ্রকাশের কথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ট্যুইট করে জানিয়েছেন। প্রত্যেক বারের মতো এবারেও ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসির প্রথম ১০ স্থান পর্যন্ত মেধাতালিকা ঘোষণা করে বোর্ড।
advertisement
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের (WBJEE) চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানিয়েছেন, প্রতিটি বিষয়ে প্রাপ্ত নম্বর, জেনারেল র‌্যাঙ্কিং, ফার্মাসিতে র‌্যাঙ্ক থাকবে। নিজেদের রেজাল্ট বা ‘র‍্যাঙ্ক কার্ড’ ডাউনলোডের জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পরীক্ষার্থীদের। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in থেকে তাঁরা রেজাল্ট দেখতে পারবেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBJEE Results 2023: জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকায় বড় চমক! কলকাতা নাকি জেলা, কে এগিয়ে?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement