WBCS exam: চাষি বাবার অভাবের সংসার, পড়াশোনার খরচ যোগাতে টিউশন পড়িয়ে WBCS-এ র‍্যাঙ্ক মুর্শিদাবাদের মেয়ের!

Last Updated:

পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষায় সাফল্য পেল মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদের রুকাইয়া সুলতানা। WBCS পরীক্ষায় ২৭ ব়্যাঙ্ক করে অনন্য নজির গড়ল দৌলতাবাদের কন্যা।

+
title=

মুর্শিদাবাদ: অতি সাধারণ পরিবারের মেয়ে প্রাইভেট টিউশন পড়িয়ে নিজের পড়ার খরচ জোগার করে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষায় সাফল্য পেল মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদের রুকাইয়া সুলতানা। WBCS পরীক্ষায় ২৭ ব়্যাঙ্ক করে অনন্য নজির গড়ল দৌলতাবাদের কন্যা।
মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদের রুহিয়া গ্ৰামের বাসিন্দা রুকাইয়া। ছোট থেকেই ছিল মেধাবী। ইচ্ছা ছিল WBCS আধিকারিক হওয়ার। মনের জোড় আর অদম্য ইচ্ছাকে কাজে লাগিয়ে সাফল্যের মুখ দেখল রুকাইয়া।
advertisement
West Bengal civil service ( Executive) পরীক্ষায় মেরিটলিস্টে মোট ৮৪ জনের মধ্যে ২৭তম ব়্যাঙ্ক করে উত্তীর্ণ হয়ে নজর কেড়েছেন তিনি।অতি সাধারণ পরিবার থেকে উঠে এসেছে সে। বাবা রুহুল হোসেন চাষবাস করেন। মাতা আরজুমা খাতুন পার্শ্ব শিক্ষিকা। অভাবের সংসারে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য টিউশন পড়াতেন তিনি। রুকাইয়ার এমন সাফল্যে পরিবারে খুশির হাওয়া।
advertisement
রুকাইয়া বলেন, “আগামী দিনে উচ্চ পদস্থ আধিকারিক হয়ে জনগণের জন্য কাজ করতে চাই। একটানা পরিশ্রম করলে WBCS সাফল্য আসবেই। আমিও পেরেছি, যারা চেষ্টা করবে তারাও নিশ্চয়ই সাফল্য পাবে। তাই নিজের তাগিদ ও প্রবল ইচ্ছাশক্তি থাকলে, পাশাপাশি দৈনন্দিন সঠিকভাবে পড়াশুনো করলেই সাফল্য আসবে।”
advertisement
গ্রামের মেয়ের সাফল্য গর্বিত অনেকেই। রুকাইয়া সুলতানার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান দৌলতাবাদ থানার ওসি দেবাশীষ ঘোষ। আগামীতে উচ্চ পদস্থ আধিকারিক হয়ে জনসাধারণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। দৌলতাবাদ থানা এলাকার বুদ্ধিজীবী মহল-সহ এলাকাবাসীরা সকলেই তাঁকে শুভেচ্ছা বার্তা ভরিয়ে দেন।
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBCS exam: চাষি বাবার অভাবের সংসার, পড়াশোনার খরচ যোগাতে টিউশন পড়িয়ে WBCS-এ র‍্যাঙ্ক মুর্শিদাবাদের মেয়ের!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement