WBBSE Madhyamik Result 2024: মাধ্যমিকে পাশের হারে সেরা কালিম্পং, দ্বিতীয়তে পূর্ব মেদিনীপুর! কলকাতার স্থান চমকে দেবে

Last Updated:

WBBSE Madhyamik Result 2024: চলতি বছর, মাধ্যমিকে পাশের হারে শীর্ষে কালিম্পং জেলা। তার পরেই রয়েছে পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। ২০২৩ পরীক্ষার্থী ছিল ৬,৮২,৩২১ জন।

মাধ্যমিকে পাশের হারে সেরা কালিম্পং
মাধ্যমিকে পাশের হারে সেরা কালিম্পং
কলকাতাঃ ৮০ দিনের মাথায় ঘোষণা হল এ বছরের মাধ‍্যমিকের ফলাফল। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি, শেষ হয় ১২ ফেব্রুয়ারি। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯,২৩,০১৩ জন পড়ুয়া। এদের মধ্যে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা- ৪,০৫,৯৯৪। ছাত্রী পরীক্ষার্থীদের সংখ্যা- ৫,১৭০,১৯ জন। চলতি বছর মোট ৭৬৫২৫২ পরীক্ষর্থী পাশ করেছে। এই বছর মাধ‍্যমিকের পাশের হার ৮৬.৩১ শতাংশ।
আরও পড়ুনঃ বাড়ল পাশের হার, এ বছর পাশ ৮৬.৩১ শতাংশ পড়ুয়া
চলতি বছর, মাধ্যমিকে পাশের হারে শীর্ষে কালিম্পং জেলা। তার পরেই রয়েছে পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। ২০২৩ পরীক্ষার্থী ছিল ৬,৮২,৩২১ জন। এর মধ্যে পাশ করেছে ৫,৬৫,৪২৮ জন। পাশের হার ৮৬.১৫ শতাংশ। এবছর পাশের হার ৮৬.১৫ শতাংশ।
advertisement
advertisement
গত বছর জেলাভিত্তিক পাশের হারের নিরিখে ‘টপার’ ছিল পূর্ব মেদিনীপুর। পাশের হার ছিল ৯৬.৮১ শতাংশ। ৯৪.১৩ শতাংশ পড়ুয়া পাশ করেছিল কালিম্পং। এই জেলা ছিল দ্বিতীয় স্থানে। এবং তিনে ছিল কলকাতা। পাশের হার ছিল ৯৩.৭৫ শতাংশ।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBBSE Madhyamik Result 2024: মাধ্যমিকে পাশের হারে সেরা কালিম্পং, দ্বিতীয়তে পূর্ব মেদিনীপুর! কলকাতার স্থান চমকে দেবে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement