WB Primary TET 2023 : প্রাথমিকের টেটে কেমন হবে প্রশ্ন? কত নম্বর থাকবে? মডেল প্রশ্নপত্র প্রকাশ পর্ষদের
- Published by:Sanchari Kar
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
WB Primary TET 2023 Model Question Paper : পর্ষদের বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে কোন বিষয়ের জন্য কী কী সিলেবাসে থাকবে। পাশাপাশি প্রশ্ন কেমন হবে, সেটিও বিজ্ঞপ্তিতে জানিয়েছে পর্ষদ।
কলকাতা: আগামী ১০ই ডিসেম্বর প্রাথমিকের টেট। কেমন প্রশ্নপত্র হবে এবং কত নম্বরের প্রশ্ন থাকবে, বিস্তারিত তথ্য প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুধু তাই নয়। মডেল প্রশ্নপত্র পর্ষদের তরফে দিয়ে দেওয়া হল। পর্ষদ জানিয়েছে ১৫০ নম্বরের পরীক্ষা হবে। এর জন্য প্রশ্নপত্র থাকবে ১৫০টি। কোনরকম নেগেটিভ মার্কিং থাকছে না। প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষার প্রশ্নপত্র ছাড়া বাকি প্রত্যেকটি প্রশ্নপত্রই বাংলা ও ইংরেজি মাধ্যমে প্রশ্ন করা হবে। আড়াই ঘণ্টা ধরে হবে এই পরীক্ষা। পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট ও pedagogy থেকে ৩০টি প্রশ্ন থাকবে। প্রথম ভাষা থেকে ৩০ টি প্রশ্ন দ্বিতীয় ভাষা থেকে ৩০টি, অঙ্ক থেকে ৩০, এবং পরিবেশ বিদ্যা থেকে ৩০টি করে প্রশ্ন থাকবে।
পর্ষদের বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে কোন বিষয়ের জন্য কী কী সিলেবাসে থাকবে। পাশাপাশি প্রশ্ন কেমন হবে, সেটিও বিজ্ঞপ্তিতে জানিয়েছে পর্ষদ। সিলেবাস জানানোর পাশাপাশি কেমন ধরনের প্রশ্নপত্র থাকবে, সেটিও বিজ্ঞপ্তিতে জানিয়েছে পর্ষদ। প্রত্যেকটি বিষয় ধরে ধরে মডেল প্রশ্নপত্র দেওয়া হয়েছে পর্ষদের তরফে। ইতিমধ্যেই পরীক্ষার যাবতীয় প্রস্তুতিও নিতে শুরু করেছে প্রাথমিক শিক্ষা সংসদ। পর্ষদ জানিয়েছে, প্রাথমিকের টেটকে কেন্দ্র করে এ বার নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করতে চলেছে।
advertisement
আরও পড়ুন: বড় সুখবর! উচ্চপ্রাথমিকে ১৪০০০ শূন্যপদে নিয়োগে গ্রিন সিগন্যাল দিল হাইকোর্ট, শুরু হবে কাউন্সেলিং
advertisement
অন্য দিকে, গতবারের তুলনায় প্রাথমিকের টেটে পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমেছে। খবর গতবারের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৫০ শতাংশেরও বেশি। গতবার সংখ্যা ছিল প্রায় সাত লক্ষ, সেখানে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় তিন লক্ষ দশ হাজার। প্রাথমিক শিক্ষা পর্ষদ যদিও জানিয়েছে, যেহেতু বিএড পরীক্ষার্থীরা প্রাথমিকের জন্য আবেদন করতে পারেননি, তার জন্যই প্রাথমিকের টেটে কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। যদিও স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের একাংশের ব্যাখ্যা, যেহেতু প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ২০২১ সালে শুরু হলেও তা কার্যত থমকে গিয়েছে, তার জন্যই এর টেট থেকে মুখ ফেরাচ্ছেন পরীক্ষার্থীরা।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
Kolkata,West Bengal
First Published :
October 17, 2023 2:17 PM IST