Higher Secondary Result 2024: পান বরজে কাজ করে ৯২ শতাংশ নম্বর! আইআইটিতে পড়তে চায় পুষ্পেন্দু

Last Updated:

WB HS Results 2024: প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলাফল। সেই ফল প্রকাশিত হতেই দেখা গিয়েছে কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের এক ছাত্র পুষ্পেন্দু হালদার ৯২ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে।

+
পুষ্পেন্দুকে

পুষ্পেন্দুকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন চন্দন কুমার মাইতি

দক্ষিণ ২৪ পরগনা: প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলাফল। সেই ফল প্রকাশিত হতেই দেখা গিয়েছে কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের এক ছাত্র পুষ্পেন্দু হালদার ৯২ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে। কিন্তু এই বিপুল সাফল্যের পর চিন্তায় পড়েছে পুষ্পেন্দুর পরিবার। পুষ্পেন্দুর বাবা প্রসেনজিৎ হালদার পানবরজে কাজ করেন। পুষ্পেন্দুও অবসর সময়ে বাবার কাজে সহযোগিতা করেন। এভাবেই কাটছিল সময়। টিউশন পড়ানোর মত টাকা ছিল না পুষ্পেন্দুর পরিবারে। সেজন্য স্কুলের কোচিং নিত পুষ্পেন্দু‌।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত, বাড়ল পাশের হার, এ বছর পাশ ৯০ শতাংশ পড়ুয়া
উচ্চমাধ্যমিকের ফল বের হতেই দেখা গিয়েছে সে ৫০০ এর মধ্যে পেয়েছে ৪৬০। বাংলায় ৯০, ইংরেজিতে ৯৬, গণিতে ৯৯, রসায়নবিদ্যায় ৮৫, পদার্থবিদ্যায় ৯০। মোট ৯২ শতাংশ নম্বর পেয়েছে সে। আগামী দিনে তার স্বপ্ন জেই(অ্যাডভান্স) পরীক্ষা দিয়ে আইআইটি থেকে ইঞ্জিনিয়ার হওয়ার।
advertisement
এই বিপুল সাফল্যেল পর রাধাকান্তপুর গ্রামে বইছে খুশির জোয়ার।
advertisement
এ নিয়ে কৃষ্ণচন্দ্রপুর স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি জানিয়েছেন, “পিছিয়ে পড়া শ্রেণি থেকে উঠে আসা উজ্জ্বল এক নক্ষত্রের নাম পুষ্পেন্দু। তার স্বপ্ন পূরণের প্রধান অন্তরায় আর্থিক সমস্যা। যদি কোন সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান ঐ ছাত্রের পাশে থেকে সাহায্য করে, তাহলে পুষ্পেন্দুর স্বপ্ন সফল হতে পারে। ছেলেটি লাজুক প্রকৃতির। নিয়মিত বিদ্যালয়ে আসত। কোনরকম প্রাইভেট টিউশন না নিয়েই তার এই ফল। আগামীদিনে সে ইঞ্জিনিয়ার হতে চায়। ওর ইচ্ছা পূরণ হোক। সেটাই এখন চাই আমরা।’
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Higher Secondary Result 2024: পান বরজে কাজ করে ৯২ শতাংশ নম্বর! আইআইটিতে পড়তে চায় পুষ্পেন্দু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement