Bankura News: অনুপ্রেরণা কোহলি ও রোনাল্ডো, চিকিৎসক হয়ে সেবা করাই স্বপ্ন মাধ্যমিকে দশম বাঁকড়ার সৌভিকের

Last Updated:

Bankura News: আক্রমণাত্মক বিরাট কোহলি এবং কঠিন পরিশ্রমী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার রোল মডেল। এই দুই স্পোর্টস সুপার স্টারকে রোল মডেল করে পড়াশোনা চালিয়ে দশম স্থান অধিকার করল বাঁকুড়ার কৃতী ছাত্র।

+
সৌভিক

সৌভিক দত্ত 

বাঁকুড়া: আক্রমণাত্মক বিরাট কোহলি এবং কঠিন পরিশ্রমী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার রোল মডেল। এই দুই স্পোর্টস সুপার স্টারকে রোল মডেল করে পড়াশোনা চালিয়ে দশম স্থান অধিকার করল বাঁকুড়ার কৃতী ছাত্র। জানলে অবাক হবেন বিরাট কোহলি এবং সিআরসেভেন এ মন মজেছে এই ছেলের। দুই মহা তারকার ইতিবাচক দিক গুলি থেকে শিক্ষা নিয়ে দারুণ একটা রেজাল্ট উপহার দিল বাঁকুড়ার রামপুরের বাসিন্দা, বাঁকুড়া জিলা স্কুলের ছাত্র সৌভিক দত্ত।
মাধ্যমিক ২০২৩-এ চমকপ্রদ ৬৮৪ নম্বর পেয়ে রাজ্যে দশম স্থান অধিকার করেন বাঁকুড়ার এই কৃতী। বাড়িতে আনন্দে আত্মহারা বাবা-মা। এভাবেই পড়াশোনা করে চিকিৎসক হয়ে গরীব মানুষদের সেবা করতে চান তিনি। সৌভিক বলেন,”বিরাট কোহলি এবং সিআরসেভেনের আক্রমণাত্মক ধরণ ভাল লাগে। এছাড়াও রোনাল্ডোর কঠিন পরিশ্রম আমাকে অনুপ্রেরণা যোগায়।”
প্রস্তুতি নিয়ে সৌভিক দত্ত বলেন,”দিনে মাত্র ৭-৮ ঘণ্টা পড়াশোনা করেছি। ৩-৪ ঘণ্টা টিউশন আর বাকি সময়টা সেলফ স্টাডি। এভাবেই ধারাবাহিকতার সঙ্গে পড়াশোনা করেই এসেছে সফলতা। এছাড়াও বার বার রিভিশন করেছি।” আগামীদিনের মাধ্যমিক পরীক্ষার্থীদের বার নার রিভিশন করার উপদেশ দিল বাঁকুড়ার কৃতী।
advertisement
advertisement
অন্যান্য বছরের তুলনায় মেধা তালিকায় বাঁকুড়ার ওজন একটু কম ২০২৪ এর মাধ্যমিকে। তবে যে চারজন মেধা তালিকায় জায়গা করে বাঁকুড়ার ধ্বজা ওড়াচ্ছেন, তাঁদের মধ্যে অন্যতম মূল কান্ডারী হলেন বাঁকুড়া শহরের বাঁকুড়া জিলা স্কুলের ছাত্র সৌভিক দত্ত।
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Bankura News: অনুপ্রেরণা কোহলি ও রোনাল্ডো, চিকিৎসক হয়ে সেবা করাই স্বপ্ন মাধ্যমিকে দশম বাঁকড়ার সৌভিকের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement