Vidyasagar University: বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ৬ কৃতী

Last Updated:

Vidyasagar University: সেরা বিজ্ঞানীদের তালিকায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছয়জন

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় 
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় 
রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় আবারও উজ্জ্বল হল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ! ছ’জন অধ্যাপক ও গবেষক শ্রেষ্ঠ বিজ্ঞানীর তালিকায় স্থান পেলেন। চলতি মাসে প্রকাশিত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি (Stanford University)-র বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় নাম উঠেছে পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) গণিত বিভাগের। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৩ জন অধ্যাপক-সহ মোট ৬ জন গবেষক ও বিজ্ঞানী আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত পৃথিবী-বিখ্যাত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি প্রকাশিত বিশ্বের সর্বশ্রেষ্ঠ  বিজ্ঞানীর তালিকায় জায়গা পেয়েছেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান অধ্যাপক শঙ্কর কুমার রায়, অধ্যাপক মধুমঙ্গল পাল এবং ড. গণেশ গড়াই ছাড়াও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের (Tamralipta Mahavidyalay) সহকারী অধ্যাপক ড. শোভন সামন্ত, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. চিরঞ্জীব জানা, গবেষক ড. তপন সেনাপতিদের নাম তালিকাভুক্ত হয়েছে। এতেই খুশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা বিশ্ববিদ্যালয়ের IQAC-র ডাইরেক্টর অধ্যাপক মধুমঙ্গল পাল এই নিয়ে টানা চার বার (২০২০ থেকে ২০২৩) শ্রেষ্ঠ বিজ্ঞানীর তালিকায় জায়গা করে নিলেন। শুধু তাই নয়, এই নিয়ে দ্বিতীয় বার তিনি সার্বিকভাবে শ্রেষ্ঠ গবেষক বা বিজ্ঞানী (Career Report)-দের তালিকাতেও জায়গা পেয়েছেন।
সম্পূর্ণ কর্মজীবনে ধারাবাহিকভাবে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য এই তালিকায় বিশ্বের ২ শতাংশ বিজ্ঞানীকে বেছে নেওয়া হয়েছে।‌ তার মধ্যে অধ্যাপক শঙ্কর কুমার রায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি’র শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় এই নিয়ে টানা তৃতীয় বার জায়গা পেয়েছেন। টানা দ্বিতীয়বার এই তালিকায় জায়গা করে নিয়েছেন ড. শোভন সামন্ত, ড. চিরঞ্জীব জানা এবং ড. তপন সেনাপতিরা। এছাড়াও, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের তরুণ অধ্যাপক ড. গণেশ গড়াইও এ বার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ২ শতাংশ শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় জায়গা পেয়েছেন।
advertisement
advertisement
বিশ্ববিদ্যালয়ের কাছে অত্যন্ত গর্বের বিষয়, আন্তর্জাতিক সংস্থা রিসার্চ ডট কম (Research.com)- এর তরফে গণিত (Mathematics) বিষয়ে গবেষণার মানের উপর নির্ভর করে বিশ্বব্যাপী যে সমীক্ষা চালানো হয়, তাতে এই নিয়ে দ্বিতীয়বার সারা দেশে একাদশতম (১১তম) এবং বিশ্বে ১৩৮৯-তম স্থানে আছেন অধ্যাপক মধুমঙ্গল পাল। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন অধ্যাপক মনোরঞ্জন মাইতি এই তালিকায় যথাক্রমে ১০ম এবং ১১০৫-তম স্থান দখল করেছেন। ফলে খুশির হাওয়া জেলাজুড়ে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Vidyasagar University: বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ৬ কৃতী
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement