VC Recruitment Update: উপাচার্য নিয়োগ নিয়ে আজই বড় সিদ্ধান্ত? আজ অস্থায়ী উপাচার্যদের সঙ্গে রাজ্যপালের বৈঠক
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
VC Recruitment Update: উপাচার্য নিয়োগের সমস্যা সমাধানে আজ অস্থায়ী উপাচার্যদের নিয়ে বৈঠক। কেন্দ্রের অ্যাটর্নি জেনারেলের উপস্থিতিতে হবে এই বিশেষ বৈঠক।বৈঠক করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
কলকাতা: উপাচার্য নিয়োগের সমস্যা সমাধানে আজ অস্থায়ী উপাচার্যদের নিয়ে বৈঠক। কেন্দ্রের অ্যাটর্নি জেনারেলের উপস্থিতিতে হবে এই বিশেষ বৈঠক।বৈঠক করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের সবকটি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যদের বৈঠকে আসতে নির্দেশ দেওয়া হয়। একই নির্দেশ রাজভবনের। বিকেল ৫টা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে হবে এই বৈঠক।
উপাচার্য নিয়োগ সমস্যার সমাধানে গত দুদিন রাজ্যপাল – শিক্ষামন্ত্রী বৈঠক হয়েছে রাজভবনে।সেই বৈঠকের নির্যাস তুলে ধরা হবে অস্থায়ী উপাচার্যদের সামনে। এমনটাই সূত্রের খবর। বৈঠকে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেলের পাশাপশি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ও থাকবেন। সূত্রের খবর বৈঠক শেষে যাবেন শিক্ষামন্ত্রীও।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2024 11:08 AM IST