UPSC Success Story: ছেঁড়া জুতোয় পা কেটে যেত সেদিন! আজ ঝাড়খণ্ডের সবচেয়ে বড় কোচিং সেন্টারের মালিক তিনি, 'গুরু' অরবিন্দর সাফল্য শিক্ষণীয়

Last Updated:

UPSC Success Story: রাঁচির অরবিন্দ কুমার মিশ্র 'গুরু' নামে পরিচিত। তার বড় কারণ শিক্ষাদানে তাঁর ভূমিকা, তাঁকে নিশ্চিত সাফল্যের গুরু বলা হয়। তিনি রাঁচির বাসিন্দা এবং এখানে নিজস্ব কোচিং সেন্টার পরিচালনা করেন।

রাঁচির অরবিন্দ কুমার মিশ্র।
রাঁচির অরবিন্দ কুমার মিশ্র।
রাঁচিঃ ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির অরবিন্দ কুমার মিশ্র ‘গুরু’ নামে পরিচিত। তার বড় কারণ শিক্ষাদানে তাঁর ভূমিকা, তাঁকে নিশ্চিত সাফল্যের গুরু বলা হয়। তিনি রাঁচির বাসিন্দা এবং এখানে নিজস্ব কোচিং সেন্টার পরিচালনা করেন। তিনি হাজার হাজার শিক্ষার্থীকে আইআইটি, প্রতিরক্ষা এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে সাহায্য করেন। তিনি বিমান বাহিনীতে কাজ করেছেন এবং দুবার ইউপিএসসি ইন্টারভিউতে পৌঁছেছেন।
গণিতে দুর্দান্ত: অরবিন্দ কুমারকে গণিতে রাঁচির সবচেয়ে বড় বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করা হয়। তিনি বই না দেখেই ৯০% প্রশ্নের সমাধান করেন। তাঁর কাছে পড়া অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং অন্যান্য অনেক দেশে রয়েছেন এবং বিভিন্ন কলেজে পড়াশোনা করছে। লোকাল 18-এর সঙ্গে কথোপকথনের সময়ে তিনি জানান যে, এই জায়গায় পৌঁছনো তাঁর পক্ষে সহজ ছিল না। দরিদ্র পরিবার থেকে আসায় তাঁর স্বপ্নপূরণ একটি বড় চ্যালেঞ্জ ছিল।
advertisement
আরও পড়ুনঃ বিমান ওড়ার ঠিক আগেই কেন ইঞ্জিনে ছুড়ে মারা হয় গোটা মুরগি? ৯৯% মানুষই আসল কারণ জানেন না, আপনি বলুন তো?
জুতো কেনার জন্য কোনও টাকা ছিল না: অরবিন্দ কুমার জানান যে, এক সময়ে তাঁর কাছে জুতো কেনার জন্যও টাকা ছিল না, তবে তিনি দারিদ্র্যকে ইতিবাচকভাবে নিয়েছিলেন। কোনও অভিযোগ ছাড়াই তিনি পড়াশোনা চালিয়ে যান। তিনি ইউপির একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং তাঁর বাবা একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তাই ছোটবেলা থেকেই শিক্ষকতার প্রতি তাঁর ঝোঁক ছিল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বদলা নিল বিষধর সাপ! ২৪ ঘণ্টায় ১৩ জনকে বিষাক্ত ছোবল! বিহারে কেন এই অস্বাভাবিক কাণ্ড? আসল কারণ জানলে শিউরে উঠবেন
অরবিন্দ জানান, তিনি UPSC-তে দুবার ইন্টারভিউতে পৌঁছেছিলেন, কিন্তু সাফল্য পাননি। এরপর তিনি ১৩ বছর ধরে বিমান বাহিনীতে শিক্ষক হিসেবে কাজ করেন। তিনি শিক্ষকতা উপভোগ করতেন, তাই তিনি এটিকে পেশা হিসেবে বেছে নেন এবং রাঁচির লালপুরে মিশ্র ইনস্টিটিউট শুরু করেন। এখন তিনি ৩০ বছর ধরে শিক্ষার্থীদের পড়াচ্ছেন।
advertisement
অরবিন্দ জানান, আগে তাঁর ইনস্টিটিউট ছোট ছিল, কিন্তু ধীরে ধীরে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। তারা তাঁর শিক্ষাদানের পদ্ধতি পছন্দ করতে শুরু করে। অরবিন্দ গণিতে বিশেষজ্ঞ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় গণিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জন্য়ই তাঁর ইনস্টিটিউটর ঝাড়খণ্ডের সবচেয়ে বড় কোচিং সেন্টারে পরিণত হয়েছে, যেখানে প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয়।
advertisement
অরবিন্দ বলেন, তিনি এত বেশি পড়াশোনা এবং অঙ্ক অনুশীলন করেছেন যে বই মুখস্থ করে ফেলেছেন। তিনি বইয়ের দিকে না তাকিয়েই ৯০% প্রশ্ন মৌখিকভাবে শেখান।অরবিন্দের পড়ানো ছাত্রছাত্রীরা আমেরিকা, কানাডা সহ অনেক দেশের বড় বড় কোম্পানিতে কাজ করছেন। ভারতেও তাঁর ছাত্রছাত্রীরা আইআইটি, এনআইটি এবং এনডিএ-র মতো বড় বড় প্রতিষ্ঠানে সফল। তিনি দরিদ্র শিশুদের বিনামূল্যে কোচিং দেন।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
UPSC Success Story: ছেঁড়া জুতোয় পা কেটে যেত সেদিন! আজ ঝাড়খণ্ডের সবচেয়ে বড় কোচিং সেন্টারের মালিক তিনি, 'গুরু' অরবিন্দর সাফল্য শিক্ষণীয়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement