Recruitment 2022: দ্বাদশ শ্রেণি পাশ করলেই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে চাকরি, নিয়োগ শুরু
- Published by:Raima Chakraborty
Last Updated:
এখনও পর্যন্ত প্রতিষ্ঠানের তরফে আবেদনের তারিখ ঘোষণা করা হয়নি। প্রার্থীদের বিজ্ঞপ্তিতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। (Recruitment 2022)
#নয়াদিল্লি: সম্প্রতি উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট এবং প্রোমোশন বোর্ডের (Uttar Pradesh Police Recruitment and Promotion Board) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে খুব শীঘ্রই কনস্টেবল এবং ফায়ারম্যান পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
UPPBPB UP Police Recruitment 2022: আবেদনের তারিখ
এখনও পর্যন্ত প্রতিষ্ঠানের তরফে আবেদনের তারিখ ঘোষণা করা হয়নি। প্রার্থীদের বিজ্ঞপ্তিতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।
advertisement
UPPBPB UP Police Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ২৬৩৮২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
UPPBPB UP Police Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
কনস্টেবল- ২৬২১০টি পদ
ফায়ারম্যান- ১৭২টি পদ
আরও পড়ুন: পড়াশোনায় মন নেই, হোম ওয়ার্কে অনীহা? সন্তানকে পড়াতে বসাতে সঙ্গে থাক এই টিপসগুলি
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট এবং প্রোমোশন বোর্ড (Uttar Pradesh Police Recruitment and Promotion Board) |
পদের নাম: | কনস্টেবল এবং ফায়ারম্যান |
শূন্যপদের সংখ্যা: | ২৬৩৮২ |
কাজের স্থান: | উত্তরপ্রদেশ |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু: | আগামীতে শুরু হবে |
শিক্ষাগত যোগ্যতা: | প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
advertisement
আবেদনের শেষ দিন: কিছু জানানো হয়নি
UPPBPB UP Police Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
UPPBPB UP Police Recruitment 2022: বয়সসীমা
প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
UPPBPB UP Police Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রার্থীদের সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে হোম পেজের পুলিশ রিক্রুটমেন্ট ২০২২ নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে। এরপর সম্পূর্ণ নোটিশটি ভাল করে পড়ে নিয়ে নির্দেশাবলী অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। এবার নতুন ইউজার হিসেবে লগ-ইন করতে হবে। অন্যান্য তথ্য ও ডকুমেন্ট সহযোগে আবেদনপত্রটি পূরণ করতে হবে। সম্পূর্ণ আবেদনপত্রটি পূরণ করা হয়ে গেলে ভালো করে তথ্যাদির বিবরণ দেখে নিয়ে আবেদনপত্রটি জমা করতে হবে।
advertisement
প্রার্থীরা আবেদন প্রক্রিয়ার শেষে ভবিষ্যতের সুবিধার জন্য ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।
Location :
First Published :
March 02, 2022 3:12 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2022: দ্বাদশ শ্রেণি পাশ করলেই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে চাকরি, নিয়োগ শুরু