এই নিয়ে তিন বার...ফের বাড়ল স্নাতকস্তরে আবেদনের সময়সীমা

Last Updated:

স্নাতক স্তরের প্রথম বর্ষের ভর্তির অনলাইনে আবেদনের সময়সীমা বাড়িয়ে ৩০ জুলাই পর্যন্ত করল উচ্চশিক্ষা দফতর

আরও একবার বাড়ল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির আবেদনের সময়সীমা
আরও একবার বাড়ল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির আবেদনের সময়সীমা
কলকাতা: আরও একবার বাড়ল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির আবেদনের সময়সীমা। স্নাতক স্তরের প্রথম বর্ষের ভর্তির অনলাইনে আবেদনের সময়সীমা বাড়িয়ে ৩০ জুলাই পর্যন্ত করল উচ্চশিক্ষা দফতর। এই নিয়ে তিন দফা স্নাতক স্তরের প্রথম বর্ষে কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদনের সময়সীমা বাড়াল উচ্চ শিক্ষা দফতর। বিশ্ববিদ্যালয় গুলিতে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠাল উচ্চ শিক্ষা দফতর।
জুলাইয়ের ১৫ তারিখই স্নাতকে ভর্তির আবেদনের সময়সীমা ১০ দিন বাড়ান হয়েছিল সরকারের তরফ থেকে। জানানো হয়েছিল, ২৫ জুলাই পর্যন্ত অভিন্ন পোর্টালের মাধ্যমে আবেদন ও রেজিস্ট্রেশন করতে পারবেন ছাত্রছাত্রীরা। উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের ৪১ দিনের মাথায় ১৮ জুন থেকে শুরু হয়েছিল সেন্ট্রালাইজ অ্যাডমিশন। প্রথম পর্যায়ের প্রথম পর্যায়ে পোর্টালে আবেদন এবং রেজিস্ট্রেশনের শেষ দিন ছিল ১ জুলাই। তা বৃদ্ধি করে করা হয় ১৫ জুলাই। দ্বিতীয়বার আর‌ও ১০ দিনের সময়সীমা বৃদ্ধি করা হয় উচ্চশিক্ষা দফতরের তরফ থেকে। এবার তৃতীয় বার বাড়ল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির আবেদনের সময়সীমা। স্নাতক স্তরের প্রথম বর্ষের ভর্তির অনলাইনে আবেদনের সময়সীমা বাড়িয়ে ৩০ জুলাই পর্যন্ত করল উচ্চশিক্ষা দফতর।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
এই নিয়ে তিন বার...ফের বাড়ল স্নাতকস্তরে আবেদনের সময়সীমা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement