উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পরীক্ষার পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ মালদহে
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
উচ্চমাধ্যমিকের সেমিস্টারের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদের নির্দেশে এবং জেলা শিক্ষা দফতরের ব্যবস্থাপনায় বিষয় ভিত্তিক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হল মালদহে।
জিএম মোমিন, মালদহ: উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পরীক্ষার পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ শুরু মালদহে। শুধু বিশ্ববিদ্যালয় বা কলেজ নয় এবারে সেমিস্টার পদ্ধতির ধাঁচে স্কুলেও হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
সেই প্রস্তুতিকেই সামনে রেখে চারটি জেলার উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষিকাদের সেমিস্টার পদ্ধতির পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হল মালদহে। প্রসঙ্গত গত বছরই একাদশ শ্রেণী থেকে প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়। একাদশ এবং দ্বাদশ অর্থাৎ উচ্চ মাধ্যমিক মিলিয়ে মোট চারটি সেমিস্টারে পরীক্ষা শেষ হবে।
আরও পড়ুন: অয়েল ইন্ডিয়াতে সরকারি চাকরির সুবর্ণ সুযোগ, দশম-দ্বাদশ উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন! জানুন
advertisement
advertisement
উচ্চমাধ্যমিকের আগামী দুটি সেমিস্টারের একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে বছরের শেষ দিকে। এরপরই চতুর্থ সেমিস্টারের অর্থাৎ ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬-এর শুরুর দিকে। উচ্চ মাধ্যমিকে এই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদের নির্দেশে এবং জেলা শিক্ষা দফতরের ব্যবস্থাপনায় বিষয় ভিত্তিক ওরিয়েন্টেশন প্রোগ্রাম করা হচ্ছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে।
advertisement
সেমিস্টার ভিত্তিক পরীক্ষার প্রশ্নপত্রের ধরন এবং ছাত্র ছাত্রীদের পঠন-পাঠনের পদ্ধতি কী। সিলেবাস অনুযায়ী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে বিষয়গুলির টপিক ও ইউনিট সম্পর্কে ধারণা। কিভাবে পড়াশোনা করলে সহজে ছাত্র-ছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে নিজেকে উন্নত করতে পারবেন ইত্যাদি বিষয় সম্পর্কে প্রজেক্টর স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে বোঝানো হয় শিক্ষক-শিক্ষিকাদের। মালদহ, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুরের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন এই দিনের এই প্রশিক্ষণ শিবিরে।
advertisement
আলোচনায় প্রশিক্ষক হিসেবে হাজির ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপদেষ্টা অমিতাভ বোস। এই সেমিস্টার পরীক্ষা পদ্ধতি ছাত্র-ছাত্রীদের আগামীতে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রে সহযোগী হয়ে দাঁড়াবে বলে অভিমত অনেকের।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 30, 2025 2:26 PM IST







