TET Examination 2023: 'টেটের OMR শিট সুরক্ষিত আছে, নিশ্চিন্তে থাকুন...' প্রাথমিক শিক্ষা পর্ষদের বার্তা পরীক্ষার্থীদের

Last Updated:

TET Examination 2023: মঙ্গলবার সন্ধ্যাবেলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২০২২ এর টেটের ওএমআর শিট কেউ টেম্পারিং করতে পারবে না।

প্রাথমিক শিক্ষক নিয়োগ
প্রাথমিক শিক্ষক নিয়োগ
কলকাতা: প্রাথমিকের টেট নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ওয়েবসাইটে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সম্প্রতি প্রাথমিকের টেটের তথ্য সুরক্ষিত নেই বলে তথ্য সামনে আসে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে সদ্য গ্রেফতার হওয়া তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের বাড়িতে ২০২২ এর প্রাথমিকের টেটের ও এম আর শিট-এর কপি পাওয়া গিয়েছে বলে অভিযোগ ওঠে। তারপর থেকেই সোমবারই সাংবাদিক সম্মেলন করে পর্ষদের তরফে অবস্থান ব্যাখ্যা করেন পর্ষদ সভাপতি গৌতম পাল।
সেই সাংবাদিক সম্মেলনের পরের দিনই পর্ষদের তরফে প্রায় সাত লক্ষ চাকরি প্রার্থীর কাছে একটি আবেদন করে বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে গত ১১ ডিসেম্বর ২০২২ সালে যে প্রাথমিকের ডেট নেওয়া হয়েছে তার ওএমআর শিটের আসল কপি প্রত্যেক প্রার্থীর সুরক্ষিত রয়েছে। ওএমআর শিটের টেম্পারিং টেকনিক্যালি কেউ করতে পারবে না বলেও পর্ষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
advertisement
পাশাপাশি ২০২২ এর টেটের ফলাফল খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে। যদি কেউ যাচাই করতে চায় তাহলে সেই পরীক্ষার্থীকে যে ওএমআর শিট দেওয়া হয়েছে তার সঙ্গে আসল ওএমআর শিট মিলিয়েও দেখতে পারবেন ছাত্রছাত্রীরা। বোর্ডের তরফে সেই আসল ওএমআর শিট পোর্টালে দিয়ে দেওয়া হবে যখন ২০২২ এর টেটের ফল প্রকাশ করা হবে বলেও এদিন বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়েও জানানো হয়েছে এই বিষয়ে পরীক্ষার্থীরা নিশ্চিন্তে থাকতে পারেন।
advertisement
advertisement
সাম্প্রতিক সময় নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক তথ্য সামনে আসায় সম্প্রতি হয়ে যাওয়া প্রাথমিকের টেটকে কেন্দ্র করেও সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০২২ এর প্রাথমিকের টেটের ওএমআর শিটের কপি এইভাবে বাড়িতে পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে তাই যথেষ্ট অস্বস্তিতে পড়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার জন্যই তড়িঘড়ি পর্ষদের তরফে পরীক্ষার্থীদের এই আবেদন জানানো হয়েছে বলেই মনে করা হচ্ছে।
advertisement
যদিও পর্ষদ সভাপতি গৌতম পাল সোমবারই সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট করে দিয়েছিলেন যে এই ধরনের কোন অভিযোগের সত্যতা তাদের কাছে নেই।পর্ষদ সূত্রে খবর ইতিমধ্যেই প্রাথমিকের টেটের ফল প্রকাশের প্রস্তুতি ও কার্যত চূড়ান্ত। কয়েক সপ্তাহ আগেই প্রাথমিকের টেটের সব উত্তরপত্রের কপি আপলোড করেছে। সেই উত্তরপত্রের ওপর বিভিন্ন পরীক্ষার্থীদের মতামত এসেছে পর্ষদের কাছে। সেই মতামতের উপর আগামী দিনে কি করনীয় তারও প্রস্তুতি চূড়ান্ত হয়ে গেছে বলেই পর্ষদ সূত্রে খবর। সে ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই প্রাথমিকের টেটের ফল প্রকাশের সম্ভাবনা বলে মনে করা হচ্ছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
TET Examination 2023: 'টেটের OMR শিট সুরক্ষিত আছে, নিশ্চিন্তে থাকুন...' প্রাথমিক শিক্ষা পর্ষদের বার্তা পরীক্ষার্থীদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement