Success Story: সরকারি চাকরির পরীক্ষায় সফল জোম্যাটো-র ডেলিভারি বয়! উচ্ছ্বসিত নেটিজেনরা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Success Story: বিঘ্নেশের সাফল্যের খবরে উচ্ছ্বসিত জোম্যাটো-ও
চেন্নাই : কঠোর পরিশ্রম এবং মানসিক দৃঢ়তা থাকলে কোনও বাধা সাফল্যের পথে অন্তরায় হতে পারে না৷ বহু প্রচলিত সেই কথা আরও একবার প্রমাণ করলেন তামিলনাড়ুর বিঘ্নেশ৷ জোম্যাটোতে ডেলিভারি বয় হিসেবে চাকরি করে তিনি সফল হলেন সরকারি চাকরির পরীক্ষায়৷ তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এ বার সরকারি কর্মী হওয়ার অপেক্ষায় রয়েছেন৷
বিঘ্নেশের সাফল্যের খবরে উচ্ছ্বসিত জোম্যাটো-ও৷ পরিবারের সঙ্গে তাঁর ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে৷ জোম্যাটো লিখেছে, ‘‘বিঘ্নেশকে কুর্নিশ জানান৷ সবে মাত্র তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় তিনি সফল হয়েছেন৷ জোম্যাটো ডেলিভারি পার্টনার হিসেবে কর্মরত অবস্থায় তিনি এই পরীক্ষায় সফল হয়েছেন৷’’
drop a like for Vignesh, who just cleared Tamil Nadu Public Service Commission Exam while working as a Zomato delivery partner ❤️ pic.twitter.com/G9jYTokgR5
— zomato (@zomato) July 24, 2023
advertisement
advertisement
মুহূর্তের মধ্যে এই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে৷ তাঁর এই কৃতিত্বের জন্য নেটিজেনরা অভিনন্দন জানিয়েছেন বিঘ্নেশকে৷
একইসঙ্গে একাধিক কাজ করার জন্য বাহবা জানানো হয়েছে তাঁকে৷ কেউ কেউ লিখেছেন বিঘ্নেশ এ বার নিজেই জোম্যাটো-তে খাবার অর্ডার করবেন৷
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2023 10:00 AM IST