TET: ১৫-২০ বছর স্কুলে পড়ালেও রেহাই নেই, শিক্ষক-শিক্ষিকাদের দিতেই হবে টেট, সুপ্রিম কোর্টের নির্দেশে রিভিউ চাইছে রাজ্য
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
TET: কর্মরত শিক্ষকদের দিতে হবে টেট। সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিয়ে এবার রিভিউ পিটিশনে যেতে চাইছে রাজ্য। রিভিউ পিটিশনে যাওয়া নিয়ে স্কুল শিক্ষা দফতরের তরফে প্রস্তাব পাঠানো হচ্ছে নবান্নে।
কলকাতা: কর্মরত শিক্ষকদের দিতে হবে টেট। সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিয়ে এবার রিভিউ পিটিশনে যেতে চাইছে রাজ্য। রিভিউ পিটিশনে যাওয়া নিয়ে স্কুল শিক্ষা দফতরের তরফে প্রস্তাব পাঠানো হচ্ছে নবান্নে।
প্রাথমিকে কর্মরত শিক্ষকদের টেট উত্তীর্ণ হতেই হবে। যারা টেট ছাড়া চাকরি করছেন তাদের টেট দিতে হবে। এর জেরে দীর্ঘ ১৫ বছর বা ২০ বছর ধরে শিক্ষকতা করার শিক্ষক-শিক্ষিকাদেরও দিতে হবে এই পরীক্ষা।
আরও পড়ুন-সন্তোষপুরে ভয়ানক কাণ্ড! সারারাত শারীরিক নির্যাতন, স্বামীর সঙ্গে যা করল মদ্যপ স্ত্রী…, জানলে শিউরে উঠবেন
সুপ্রিম কোর্টের এই নির্দেশের জেরে রাজ্যে কর্মরত প্রায় এক লক্ষ শিক্ষক -শিক্ষিকাদের দিতে হবে টেট। তাই এর প্রভাব পড়তে পারে রাজ্যের প্রাথমিক স্তরের পঠন-পাঠনে।
advertisement
advertisement
আরও পড়ুন-১০০ বছর পর দীপাবলিতে বিরল সংযোগ…! ৩ রাশির জ্যাকপট, দু-হাত ভরে আসবে কাঁড়ি কাঁড়ি টাকা, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, খুলবে ভাগ্যের দরজা
view commentsএই আশঙ্কায় রিভিউ পিটিশনের দিকে যেতে চায় রাজ্য। নবান্নের সবুজ সংকেত পেলেই স্কুল শিক্ষা দফতর রিভিউ পিটিশন করবে সুপ্রিম কোর্টে বলেই সূত্রের খবর।
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 11, 2025 1:05 PM IST










