Summer Vacation: গরমের ছুটিতে হোমওয়ার্ক সমাধানে টোল-ফ্রি নম্বর, ফোন করলেই মিলবে শিক্ষক-শিক্ষিকার সাহায্য

Last Updated:

Summer Vacation: এবার বাড়িতেই তৈরি হবে এক টুকরো স্কুল। ওড়িশার স্কুল এবং গণশিক্ষা বিভাগ পড়ুয়াদের গ্রীষ্মকালীন ছুটির হোমওয়ার্ক সম্পূর্ণ করতে অভিনব এক প্রকল্প শুরু করতে চলেছে।

গরমের ছুটিতে হোমওয়ার্ক সমাধানে টোল-ফ্রি নম্বর
গরমের ছুটিতে হোমওয়ার্ক সমাধানে টোল-ফ্রি নম্বর
ওড়িশার: এবার বাড়িতেই তৈরি হবে এক টুকরো স্কুল। ওড়িশার স্কুল এবং গণশিক্ষা বিভাগ পড়ুয়াদের গ্রীষ্মকালীন ছুটির হোমওয়ার্ক সম্পূর্ণ করতে অভিনব এক প্রকল্প শুরু করতে চলেছে। এই উদ্যোগে রাজ্যের ৩০টি জেলা জুড়ে টোল-ফ্রি নম্বর এবং হেল্প ডেস্ক স্থাপন করা হবে। যখনই শিক্ষার্থীরা কোনও হোমওয়ার্ক করতে সমস‍্যার সম্মুখীন হবে তখনই তারা টোল-ফ্রি নম্বর এবং হেল্প ডেস্কের সাহায‍্য নিতে পারবে।
ছুটির হোমওয়ার্ক প্রোগ্রামের অধীনে, প্রতিটি কেন্দ্রে বিষয় বিশেষজ্ঞ সহ চারজন শিক্ষক থাকবেন। তাঁরা শিক্ষার্থীদের গাইড করবেন। হেল্প ডেস্ক ছুটির দিন ছাড়া সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু থাকবে। সংশিষ্ট দফতর থেকে একটি ট‍্যুইটে টোল-ফ্রি নম্বর এবং হেল্প ডেস্ক চালু করার বিষয়ে জানানো হয়েছে। শিক্ষার্থীদের এই পরিষেবার সুবিধা নিতে উত্সাহিত করা হয়েছে।
advertisement
advertisement
এই উদ্যোগের লক্ষ্য হল পড়ুয়াদের সহায‍্য প্রদান করা। যারা গ্রীষ্মকালীন ছুটিতে হোমওয়ার্ক করতে গিয়ে আটকে যাচ্ছে বা কিছু বুঝতে পারছে না মূলত সেই সকল ছাত্র-ছাত্রীদের। বিশেষ করে চলমান তাপপ্রবাহের জন‍্য সরকার গ্রীষ্মের ছুটি অনেকটাই আগে থেকে শুরু করেছে। স্কুল এবং গণশিক্ষা বিভাগ নিশ্চিত করতে চায় যে শিক্ষার্থীরা যেন তাদের ছুটির হোমওয়ার্ক সম্পূর্ণ করে এবং সামনের শিক্ষাবর্ষের জন্য প্রস্তুত হতে পারে।
advertisement
বিভাগের একজন সিনিয়র অফিসারের কথায়, ‘বিভাগ প্রতিটি জেলায় হলিডে হোমওয়ার্ক প্রোগ্রামের জন্য একটি হেল্প ডেস্ক সেল খুলেছে। প্রতিটি বিষয় বিশেষজ্ঞ সহ চারজন শিক্ষক রয়েছেন, যারা শিক্ষার্থীদের বাড়ির কাজে করতে সহায‍্য করবেন। ছুটির দিন ছাড়া রোজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেল খোলা থাকবে।’
advertisement
ওড়িশা সরকারের প্রাথমিক সময়সূচি অনুসারে ১৯ মে স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ওড়িশা শিক্ষা বিভাগ রাজ্যে তাপপ্রবাহের কারণে ২১ এপ্রিল ছুটি শুরু করে দেয়। স্কুল খোলার তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানা গেছে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Summer Vacation: গরমের ছুটিতে হোমওয়ার্ক সমাধানে টোল-ফ্রি নম্বর, ফোন করলেই মিলবে শিক্ষক-শিক্ষিকার সাহায্য
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement