Summer Vacation School Opening Date: গরমের ছুটি শেষে স্কুল খুলছে ৩ জুন, কিন্তু ছাত্রছাত্রীরা কবে থেকে যাবে জানেন? বড় নির্দেশ শিক্ষা দফতরের
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Summer Vacation School Opening Date: স্কুল খুলছে গরমের ছুটির পর ৩রা জুন। তবে ১০ ই জুন থেকে ছাত্র ছাত্রীরা স্কুল করবেন। নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর। স্কুল শিক্ষা দফতর জানালো ৩ রা জুন থেকে শিক্ষক - শিক্ষিকারা স্কুল আসবেন।
কলকাতাঃ স্কুল খুলছে গরমের ছুটির পর ৩রা জুন। তবে ১০ ই জুন থেকে ছাত্র ছাত্রীরা স্কুল করবেন। নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর। স্কুল শিক্ষা দফতর জানালো ৩ রা জুন থেকে শিক্ষক – শিক্ষিকারা স্কুল আসবেন। তবে, একাধিক স্কুলে আধাসেনা থাকার কারণে ৯ ই জুন এর আগে স্কুলগুলো ক্লাস এর উপযোগী হবে না। তাই ১০ ই জুন থেকেই ছাত্র ছাত্রীরা ক্লাস করবেন। বিজ্ঞপ্তি স্কুল শিক্ষা দফতরের।
আরও পড়ুনঃ রিমলের জেরে স্থগিত প্রেসিডেন্সির সেমেস্টার পরীক্ষা, ঘোষণা করা হল নতুন সময়সূচি
৩ জুনই স্কুল খোলার প্রস্তুতি নিতে চলেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর বলেই সূত্রের খবর। প্রসঙ্গত ১ জুন শেষ হচ্ছে সাত দফার লোকসভা নির্বাচন ২০২৪। স্কুল খোলার পর গরমের ছুটির কারণে অতিরিক্ত ক্লাস করাতে হবে স্কুলে স্কুলে। ইতিমধ্যেই তা নির্দেশ দিয়েছে রাজ্য। ভোটের কাজে স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী থাকার পর বিভিন্ন স্কুলে স্কুলে কী অবস্থা? বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকের থেকে জানতে চেয়েছে স্কুল শিক্ষা দফতর।
advertisement
advertisement
গরম বাড়তে দেখে গত ২২ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগাম গরমের ছুটি ঘোষণা করেছিল রাজ্য। গরমের জেরে যাতে ছাত্রছাত্রীরা অসুস্থ না হয়ে পড়ে সেই কারণেই তড়িঘড়ি পদক্ষেপ করা হয়। আগামী ২ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। ৩ তারিখ থেকেই খুলে যাবে স্কুল, তবে ছাত্রছাত্রীরা ১০ই জুন থেকে যাওয়া শুরু করবে স্কুলে।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2024 2:08 PM IST