Success Story: আইআইটি-তে পড়তে যাবে চা বাগানের অনুশন মিঞ্জ
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
পড়াশুনোর পথে বাধা হতে পারে না কোনো প্রতিকূলতা। তা ফের একবার প্রমাণ করল চা বাগানের এক ছেলে। প্রতিকূলতাকে পেছনে ফেলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির মত প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করেছে রহিমপুর চা-বাগানের বাসিন্দা অনুশন মিঞ্জ এলাকার গর্ব হয়ে উঠেছে।
অনন্যা দে, আলিপুরদুয়ার: পড়াশুনোর পথে বাধা হতে পারে না কোনো প্রতিকূলতা। তা ফের একবার প্রমাণ করল চা বাগানের এক ছেলে। প্রতিকূলতাকে পেছনে ফেলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির মত প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করেছে রহিমপুর চা-বাগানের বাসিন্দা অনুশন মিঞ্জ এলাকার গর্ব হয়ে উঠেছে।
অনুশন মাদারিহাট-বীরপাড়া ব্লকের রহিমপুর চা-বাগানের বাসিন্দা। তাঁর পিতা এক চা-বাগানে শ্রমিক হিসেবে কাজ করেন এবং মা এলাকার এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মরত।
আরও পড়ুন: কাটোয়ায় পরিত্যক্ত বাড়িতে পর পর বোমা বিস্ফোরণ! মৃত ১! তদন্তে পুলিশ
আর্থিক অনটনের মাঝেও এই দম্পতি তাঁদের সন্তানদের শিক্ষায় কোনো রকম ঘাটতি হতে দেননি। অনুশনের এই সাফল্য শুধু তার একার নয় –তার পরিবারের বলে জানিয়েছে সে।
advertisement
advertisement
সারা ভারতে প্রায় ১৭ লক্ষ পড়ুয়া আই আই টি পরীক্ষায় অংশগ্রহণ করে। এই কঠিন প্রতিযোগিতায় অনুশন সাফল্য অর্জন করে সকলের মন জয় করে নিয়েছে। দশম শ্রেণির পর থেকে এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সে। কখনো কোনো প্রাইভেট টিউশন বা কোচিং নেয়নি। সে শুধুমাত্র ইউটিউব এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের সাহায্যে নিজের পড়াশোনা চালিয়ে গিয়েছে। তার পরিশ্রম, আত্মনির্ভরতা এবং একাগ্রতা-ই তার এই চমৎকার সাফল্যের মূলমন্ত্র।
advertisement
তার মা-বাবা ছেলের এই সাফল্যে আবেগাপ্লুত। এখন তারা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আরও বড় স্বপ্ন দেখছেন। স্থানীয় মানুষ, শিক্ষকবৃন্দ এবং সমাজের প্রতিটি স্তরের মানুষ অনুশনকে এই অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
অনুশন জানিয়েছে, “প্রতিভা ও পরিশ্রম করলে দারিদ্রতা কখনও বাধা হয়ে দাঁড়াতে পারে না। আমার এই সাফল্য এলাকার ছেলেমেয়েদের আরও পড়াশুনোর প্রতি আগ্রহ এনে দেবে।”
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 05, 2025 4:21 PM IST