Success Story: ইচ্ছেই শেষ কথা, জলপাইগুড়ির মেধাবী শ্রেয়া ৫৪ লাখের চাকরি পেলেন গুগলে! বাঙালির গর্ব

Last Updated:

Success Story: অভাবের সংসারে বেড়ে ওঠা। তারপরেও মনের জোরে ইচ্ছেপূরণ বাঙালি মেধাবী মেয়ে শ্রেয়া সরকারের। জলপাইগুড়ির মেয়ে এখন সারা দেশের গর্ব।

শ্রেয়া সরকার
শ্রেয়া সরকার
জলপাইগুড়ি: অভাবের সংসারে বেড়ে ওঠা। তারপরেও মনের জোরে ইচ্ছেপূরণ বাঙালি মেধাবী মেয়ে শ্রেয়া সরকারের। জলপাইগুড়ির মেয়ে এখন সারা দেশের গর্ব।
শুধুমাত্র মেধার জোরে পেয়ে গেলেন গুগল সফটওয়্যারে ইঞ্জিনিয়ারের চাকরি। এই খবর জানাজানি হতেই পরিবার-সহ তাঁর পাড়া অরবিন্দনগর তথা জলপাইগুড়ি খুশি। পারিবারিক অবস্থার কথা ভেবে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ তাঁর পড়াশোনার ফি মকুব করে দিয়েছিল। এ বছরই ওই কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট হয়েছেন শ্রেয়া সরকার।
আরও পড়ুন: ছাত্রছাত্রীদের জন্য ৭৫,০০০ টাকার স্কলারশিপ, কী কী সুবিধা? কারা পাবেন? সময় থাকতে আবেদন করুন
গুগলে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি পেয়েছেন শ্রেয়া। বছরে বেতন ৫৪ লক্ষ টাকা! ১৪ জুলাই যোগ দিয়েছেন গুগলের বেঙ্গালুরুর অফিসে। ওই ছাত্রীর বাবা আবির সরকার। শহরের বেগুনটারিতে একটি আসবাবপত্রের দোকানে কাজ করেন। মাসে মাত্র ১০ হাজার টাকা রোজগার। মা শিখা সরকার। শ্রেয়ার একটি বোন আছে। সে নবম শ্রেণির ছাত্রী। খুবই কম টাকা রোজগার হওয়া সত্ত্বেও দুই মেয়ের পড়াশোনায় যাতে ছেদ না পড়ে, সবসময় সেই চেষ্টা চালিয়ে গিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা পাবেন প্রাথমিকে শিক্ষকতার সুযোগ, সরকারি ‘বিশেষ’ এই কোর্সেই বাজিমাত! আবেদন কতদিন? বিশদে জানুন
শ্রেয়ার কথায়, গুগলের সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার পদে চাকরি পেয়েছি। মোটা টাকা বেতন। চাকরি করতে জলপাইগুড়ি থেকে বেঙ্গালুরুতে এসেছি। এটুকু বলতে পারি, নিজের সেরাটা উজাড় করে দিতে চাই। মেধাবী ছাত্রী জানান, ‘গুগলে চাকরি পাওয়া আমার কাছে স্বপ্ন ছিল। এর জন্য অনেক পরিশ্রম করেছি। কলেজে পড়তে পড়তে গুগলে ইন্টার্নশিপ করেছি। বারবার ইন্টারভিউ দিয়েছি। অবশেষে গুগল থেকে প্রি-প্লেসমেন্ট অফার লেটার আসতেই আনন্দে চোখের জল ধরে রাখতে পারিনি।’
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Success Story: ইচ্ছেই শেষ কথা, জলপাইগুড়ির মেধাবী শ্রেয়া ৫৪ লাখের চাকরি পেলেন গুগলে! বাঙালির গর্ব
Next Article
advertisement
Richa Ghosh: সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
  • বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে সংবর্ধনা জানাবে সিএবি৷

  • ৭ অথবা ৮ নভেম্বর ইডেন গার্ডেন্সে অনুষ্ঠান৷

  • উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকেও৷

VIEW MORE
advertisement
advertisement