Success Story: টালির ঘর, সংসারে নুন আনতে পান্তা ফুরায়, WBCS পরীক্ষায় সফল দরিদ্র মাঝির ছেলে আরিফ
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
জলঙ্গির প্রত্যন্ত সীমান্ত এলাকার মাঝির ছেলে আরিফ মণ্ডল। সমস্ত প্রতিকূলতাকে জয় করে অনন্য সাফল্য আরিফের! উত্তীর্ণ হয়েছেন WBCS ( ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস) পরীক্ষায়
মুর্শিদাবাদ: জলঙ্গির প্রত্যন্ত সীমান্ত এলাকার মাঝির ছেলে আরিফ মণ্ডল। সমস্ত প্রতিকূলতাকে জয় করে অনন্য সাফল্য আরিফের! উত্তীর্ণ হয়েছেন WBCS ( ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস) পরীক্ষায়। মুর্শিদাবাদের জলঙ্গির দয়ারামপুরের বাসিন্দা আরিফ মণ্ডলের WBCS পরীক্ষায় র্যাঙ্ক ২১।
ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী আরিফ। বাবা কালু মণ্ডল মাঝির কাজ করেন। সংসারে বিত্যদিনের অভাব-অনটন। কোনওরকমে সংসার চলে। মা আফরোজা বিবি গৃহবধূ। সংসারে চরম আর্থিক প্রতিকূলতা থাকলেও ছেলের পড়াশোনায় কখনও বাধা আসতে দেননি স্বামী স্ত্রী দু’জনেই। ধার-দেনা করেও ছেলের পড়াশোনা চালিয়ে গিয়েছেন।
WBCS পরীক্ষার রেজাল্ট বার হতেই খুশির হাওয়া আরিফের পরিবারে। গর্বিত পরিবার-সহ গ্রামবাসীরা। খবর পাওয়ামাত্র আরিফ ও তাঁর পরিবারকে জলঙ্গি থানায় ডেকে সংবর্ধনা জানান ডোমকলের এসডিপিও শুভম বাজাজ-সহ জলঙ্গি থানার পুলিশ। আরিফ মণ্ডল জানান, ” প্রত্যন্ত গ্রাম্য এলাকায় মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষদের সমস্যাগুলো খুব কাছে থেকে দেখেছি। সেইসব সমস্যা সমাধানে সাধারণ মানুষকে পরিষেবা দিতেই WBCS-এর পথ বেছে নেওয়া।” এসডিপিও শুভম বাজাজ বলেন, ” আরিফ গোটা জেলার গর্ব। প্রত্যন্ত এলাকার ছেলে মেয়েদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠুক আরিফ।”
advertisement
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
June 10, 2025 5:16 PM IST