Joint Entrance Engineering: ২৬ মে জয়েন্টে ইঞ্জিনিয়ারিংয়ের ফল, আড়াইটেয় সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা

Last Updated:

Joint Entrance Engineering: উল্লেখ্য, লিখিত পরীক্ষা নেওয়ার একমাসের মাথায় এ বার জয়েন্টের ফল প্রকাশ করছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড৷ এ বারে মোট পরীক্ষার্থী ছিল ৯৮ হাজার৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: জয়েন্টে ইঞ্জিনিয়ারিংয়ের ফলের তারিখ ঘোষণা করে দিল জয়েন্ট্র এন্ট্রান্স বোর্ড৷ ফল প্রকাশিত হবে ২৬ মে, শুক্রবার৷ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে ওই দিন বেলা আড়াইটের সময় সাংবাদিক বৈঠক করা হবে৷ সেই সাংবাদিক বৈঠকের মাধ্যমেই ফল ঘোষণা করবে বোর্ড৷ পরীক্ষার্থীরা ওই দিনই বিকেল চারটের পর থেকে ওয়েবসাইট থেকে র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন৷
advertisement
উল্লেখ্য, লিখিত পরীক্ষা নেওয়ার একমাসের মাথায় এ বার জয়েন্টের ফল প্রকাশ করছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড৷ এ বারে মোট পরীক্ষার্থী ছিল ৯৮ হাজার৷ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে এই বিষয়ে খবর দিয়েছেন৷
advertisement
তিনি জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ২০২৩-এর ফলাফল আগামী ২৬ মে, ২০২৩, শুক্রবার, বেলা ২.৩০টের সময় একটি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হবে৷ প্রায় ৯৮ হাজার পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছেন এই বার৷ তাঁরা তাঁদের র‍্যাঙ্ক কার্ড বোর্ডের ওয়েবসাইটে বিকেল ৪টের সময় থেকে ডাউনলোড করতে পারবেন৷ সকল পরীক্ষার্থীকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই৷’
advertisement
উল্লেখ্য, বুধবার রাজ্যের উচ্চ-মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে৷ বেলা ১২টায় আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করা হবে৷ এর পর বেলা সাড়ে বারোটা থেকে পরীক্ষার্থীরা তাঁদের পরীক্ষার ফল দেখতে পারবেন ওয়েবসাইটে৷ এ বারে প্রায় ৮ লক্ষ পড়ুয়া উচ্চ মাধ্যমিক দিয়েছেন৷ গত ১৪ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল, যা চলেছিল ২৭ মার্চ পর্যন্ত৷
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Joint Entrance Engineering: ২৬ মে জয়েন্টে ইঞ্জিনিয়ারিংয়ের ফল, আড়াইটেয় সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement