নবম–দশমের নিয়োগের ভেরিফিকেশন আপাতত স্থগিত! কবে শুরু হবে ফের? জানাল কমিশন

Last Updated:

School Service Commission নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন শুরু করবে শীঘ্রই। ৪০ হাজারের বেশি নাম তালিকায়!

News18
News18
এর আগে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন শুরু করার পরিকল্পনা ছিল এসএসসির। তবে একাদশ–দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ না হওয়ায় সেই সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, জানুয়ারি মাসের মাঝামাঝি থেকেই নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে।
একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলেই শুরু হবে নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন। এমনই সিদ্ধান্ত নিয়েছে School Service Commission। ফলে চলতি বছরে আর নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন বা ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে না।
advertisement
advertisement
ইতিমধ্যেই নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ ও ভেরিফিকেশন তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। প্রায় ৪০ হাজার চাকরিপ্রার্থীর নাম রয়েছে ওই তালিকায়। তবে একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন করে প্রায় ১৫০ জন চাকরিপ্রার্থীর ভেরিফিকেশন ও ইন্টারভিউ নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় সেই প্রক্রিয়া কিছুটা দীর্ঘায়িত হয়েছে।
advertisement
কমিশন সূত্রে খবর, জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ইন্টারভিউ ও ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হবে। তার পরেই পর্যায়ক্রমে নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন শুরু করবে এসএসসি।
এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা নবম–দশম শ্রেণির চাকরিপ্রার্থীদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তবে কমিশনের দাবি, ধাপে ধাপে প্রক্রিয়া সম্পন্ন করলেই নিয়োগ সংক্রান্ত জটিলতা এড়ানো সম্ভব হবে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
নবম–দশমের নিয়োগের ভেরিফিকেশন আপাতত স্থগিত! কবে শুরু হবে ফের? জানাল কমিশন
Next Article
advertisement
Kuldeep Singh Sengar Bail Update: উন্নাও ধর্ষণ মামলায় সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
  • উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা৷

  • সুপ্রিম কোর্টে মামলা করল সিবিআই৷

  • দিল্লি হাইকোর্ট থেকে জামিন পান প্রাক্তন বিজেপি বিধায়ক৷

VIEW MORE
advertisement
advertisement