SSC: আন্দোলনকারী শিক্ষকদের নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের! পুলিশকে দিয়ে কী এমন খবর পাঠানো হল! এবার কি মিটবে সব?
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
কলকাতায় চাকরিহারা আন্দোলনকারীদের সঙ্গে সচিব স্তরে বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে. রাজ্যে নতুন করে ৫ জন করোনা আক্রান্ত, মোট সংখ্যা ১৬. আক্রান্তদের মধ্যে বড় উপসর্গ নেই.
কলকাতাঃ চাকরিহারা আন্দোলনকারীদের সঙ্গে সচিব স্তরে বৈঠক। বৈঠক করতে চেয়ে প্রস্তাব পাঠানো হল। স্কুল শিক্ষা দফতরের সচিব অথবা সর্বশিক্ষা অভিযানের অধিকর্তা তাঁদের সঙ্গে বৈঠক করবেন। পুলিশ মারফত তাঁদের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। কোন সময় তাঁরা বৈঠক করতে চায় তা সিদ্ধান্ত নিয়ে জানাক চাকরিহারা আন্দোলনকারীরা।
advertisement
অন্যদিকে, সোমবার সকালে দুই সদস্যের প্রতিনিধি দল দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন। এদিনই তারা সুপ্রিম কোর্টে ও এম আর-এর মিরর ইমেজ কপি প্রকাশ এবং সুপ্রিম কোর্টের ইতিমধ্যে যারা অযোগ্য বলে বিবেচিত তাদেরকে অবিলম্বে টার্মিনেশনের দাবিতে সুপ্রিম কোর্টে পৃথক মামলা করার জন্য দিল্লি উড়ে গেলেন। একইসঙ্গে তাদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চান বলে জানিয়েছেন সুমন বিশ্বাস। নিজেদের মধ্যেই তৈরী হচ্ছিল মনমালিন্য। তাই এবার ‘আমরা যোগ্য শিক্ষক’ এই দাবি নিয়ে তৈরী হয়েছিল আন্দোলনের নতুন দল।
advertisement
চাকরিহারা শিক্ষকদের এই নতুন দলের নেতৃত্বে রয়েছেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। ১৫ তারিখের পর ১৬ তারিখ বিকাশভবনের সামনে চাকরিহারা শিক্ষকেরা বিভিন্ন রাজনীতিক ব্যক্তিত্ব স্বাগত জানিয়েছিলেন। তাঁরা বলেছেন যে কেউ তাদের আন্দোলনে আসতে পারে তবে রাজনৈতিক দলের পতাকা ছাড়া। সেই মতো মঞ্চে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাইক্রোফোন হাতে নেই সেই কথা ঘোষণা করেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। ওখানেই দ্বন্দ্ব আরও প্রকোট হয় চাকরিহারাদের মধ্যে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2025 1:51 PM IST