SSC Scam Case: যাঁরা চাকরি খোয়ালেন, সেই হাজার-হাজার শিক্ষকই দেখলেন মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের খাতা! সেই 'খাতা দেখাও' কি বাতিল?

Last Updated:

SSC Scam Case: চাকরিহারাদের তালিকায় যাঁরা রয়েছেন, তাঁদের অনেকেই এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার দায়িত্বে ছিলেন। এবার চাকরি বাতিলের পর কী হবে সেই সব মূল্যায়নের?

শিক্ষক নিয়োগের  ওএমআর শিট সংরক্ষণ
শিক্ষক নিয়োগের ওএমআর শিট সংরক্ষণ
কলকাতা: ২০১৬ সালে নিয়োগ পাওয়া শিক্ষক-শিক্ষিকাদের গোটা প্যানেলই বাতিল করেছে সর্বোচ্চ আদালত। চাকরি হারালেন প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা। এই চাকরিহারাদের তালিকায় যাঁরা রয়েছেন, তাঁদের অনেকেই এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার দায়িত্বে ছিলেন। এবার চাকরি বাতিলের পর কী হবে সেই সব মূল্যায়নের?
মাধ্যমিকের উত্তরপত্রের মূল্যায়ন প্রক্রিয়া প্রায় শেষ। শিক্ষক-শিক্ষিকাদের তরফে উত্তরপত্র মূল্যায়ন হয়ে ইতিমধ্যেই তা জমা পড়েছে পর্ষদের বিভিন্ন রিজিওনাল অফিসে। সুপ্রিম নির্দেশে মাধ্যমিকের উত্তরপত্রের উপর সে অর্থে প্রভাব ফেলছে না বলেই দাবি মধ্যশিক্ষা পর্ষদের। উত্তরপত্র মূল্যায়ন হওয়ার পর এখন স্ক্রুটিনির কাজ করছেন প্রধান পরীক্ষকেরা।
আরও পড়ুন: চাকরি হারাতেই হাউ হাউ কান্না, কী হবে ভবিষ্যৎ? স্বেচ্ছামৃত্যু চাইছেন চাকরিহারা শিক্ষিকারা
২০১৬-র বিজ্ঞপ্তিতে নিয়োগ হওয়া শিক্ষকদের অনেকেই মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করেছেন। কিন্তু তা মূল্যায়ন হয়ে জমা পরার দরুণ আপাতত কোনও সমস্যা দেখছে না পর্ষদ।
advertisement
advertisement
অন্যদিকে, মাধ্যমিক ফলাফল প্রকাশের পরই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। উচ্চ মাধ্যমিকের উত্তরপত্রের মূল্যায়ন কী হবে? ২০১৬-র নিয়োগে এমন কতজন শিক্ষক ছিলেন যারা উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করছেন? চাকরি বাতিলের সুপ্রিম নির্দেশের পরই বিভিন্ন জেলা থেকে রিপোর্ট চাইল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
আরও পড়ুন: সুপ্রিম-নির্দেশে চাকরি গেল ২৫ হাজার ৭৫২ জনের, ব্যতিক্রম শুধু এক জন সোমা দাস! কেন?
২০১৬-র বিজ্ঞপ্তিতে নিয়োগ হওয়া শিক্ষকেরা উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করেছেন। যে উত্তরপত্রগুলি মূল্যায়ন করে ফেলেছেন সেগুলির কী হবে? শুক্রবার বৈঠকে বসছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দু-তিন দিনের মধ্যেই আমরা কিছু সিদ্ধান্ত নেব, দাবি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। এক্ষেত্রে এর আগে নিয়োগ হওয়া শিক্ষকদের উপর বাড়তি উত্তরপত্রের মূল্যায়নের দায়িত্ব দেওয়া হতে পারে। সেটা কীভাবে দেওয়া হবে তা নিয়ে আলোচনা হবে আগামিকাল।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC Scam Case: যাঁরা চাকরি খোয়ালেন, সেই হাজার-হাজার শিক্ষকই দেখলেন মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের খাতা! সেই 'খাতা দেখাও' কি বাতিল?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement