SSC: বিকাশ ভবনের গেট ভাঙল চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকরা, পুলিশের সঙ্গে হাতাহাতি, শিক্ষামন্ত্রীকে ডেটলাইন
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
SSC: ধূপগুড়িতে বাজ পড়ে মৃত ১ আহত ৩। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল , ধূপগুড়ি মহকুমার পশ্চিম মল্লিকপাড়া ময়নাতলী গ্রামে। মৃতের নাম প্রভাত চন্দ্র রায় (৫২),আহত হন আরো ৩জন।
কলকাতাঃ বিকাশ ভবনের সামনে চূড়ান্ত বিশৃঙ্খলা। গেট টপকানোর চেষ্টা শিক্ষক শিক্ষিকাদের। গেট ভেঙে এগিয়ে বিকাশ ভবনের ভিতরে প্রবেশ করে শিক্ষক-শিক্ষিকারা। বেলা ১ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে। ১ টার মধ্যে তাঁদের সঙ্গে শিক্ষামন্ত্রী না দেখা করলে তাঁরা গেট ভেঙে ভেতরে যাবে বলে হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষকদের।
গেটের বাইরে পুলিশের সঙ্গে হাতাহাতি। চরম অবস্থা, গেট খোলাকে কেন্দ্র করে। তিন নম্বর গেটের বাইরের বসছেন আপতত চাকরিহারারা। বিকাশ ভবন এর ভিতরে বসে পড়ে অবস্থান। বিকাশ ভবন এর গেট আটকে পুলিশ। নতুন করে আর ঢুকতে দেওয়া হবে না কোনও আন্দোলনকারীদের বক্তব্য পুলিশের। ভিতরে ঢুকতে চেয়ে পুলিশের সঙ্গে বচসা আন্দোলনকারীদের।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2025 1:49 PM IST