SSC: অবিশ্বাস্য! SSC-র প্রতিটি পরীক্ষা কেন্দ্রের বাইরে লাগানো থাকবে কাদের নামের তালিকা? কমিশনের যা নির্দেশ, লজ্জায় পড়বে কারা!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
SSC: রোল নম্বর দিয়ে বলা হয়েছে, কোনও ভাবেই এই অযোগ্য প্রার্থীরা পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবেন না।
কলকাতা: আজ এসএসসি পরীক্ষা। আর সেই সূত্রেই প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের বাইরেই অযোগ্য প্রার্থীদের নাম। অযোগ্য প্রার্থীদের মধ্য থেকে যারা আবেদন করেছিলেন এসএসসি পরীক্ষার জন্য, তাদের নামের তালিকা পরীক্ষা কেন্দ্রের বাইরে দেওয়ার নির্দেশ এসএসসি-র। পরীক্ষা কেন্দ্রের বাইরে তাদের রোল নম্বর দিয়ে উল্লেখ করা হয়েছে।
advertisement
রোল নম্বর দিয়ে বলা হয়েছে, কোনও ভাবেই এই অযোগ্য প্রার্থীরা পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবেন না। রাজ্যজুড়ে ৬৩৬টি পরীক্ষা কেন্দ্রের বাইরে এই নির্দেশ মানতে হবে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন।
advertisement
advertisement
রবিবার নবম-দশমে নিয়োগের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩,১৯,৯১৯। মোট পরীক্ষাকেন্দ্র ৬৩৬। পরের রবিবার, অর্থাৎ ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশে নিয়োগের পরীক্ষা। তাতে পরীক্ষার্থীর সংখ্যা ২,৪৬,৫০০। মোট পরীক্ষাকেন্দ্র ৪৭৮।
advertisement
এসএসসি জানিয়েছে, ২০১৬ সালে যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁদের প্রায় সকলেই আবার আবেদন করেছেন। গত বারের চেয়ে এ বার পরীক্ষার্থীর সংখ্যা অন্তত আড়াই লক্ষ বেশি।
পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা থেকে। তার আগে সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে প্রশ্নপত্র পৌঁছে যাবে পরীক্ষাকেন্দ্রে। পরীক্ষার্থীরাও পরীক্ষাকেন্দ্রে সকাল ১০টা থেকে প্রবেশ করতে পারবেন। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের শেষ সময় বেলা ১১টা ৪৫। আর পরীক্ষাহলে প্রবেশের শেষ সময় দুপুর ১২টা। প্রশ্নপত্র বিতরণ শুরু হবে সকাল ১১টা ৪৫ থেকে। তখন শুধু নিজের নামটুকুই লিখতে পারবেন পরীক্ষার্থীরা। উত্তর লেখা শুরু করা যাবে দুপুর ১২টা থেকে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2025 8:35 AM IST