South East Central Railway Apprentice Recruitment 2021: মাসিক স্টাইপেন্ডে রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ; শীঘ্রই আবেদন করুন
Last Updated:
Indian Railways Recruitment: প্রার্থীরা আগামী ১০ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।
#বিলাসপুর: রেলওয়ের প্রফেশনে আসতে চাইলে এই সুবর্ণ সুযোগ। অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করবে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে (South East Central Railway)। সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে কর্তৃপক্ষের তরফ থেকে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের কথা ঘোষণা করে আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে।
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে SECR-এর অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে খোঁজ নিতে পারেন, তার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে- secr.indianrailways.gov.in
South East Central Railway Apprentice Recruitment 2021: আবেদনের তারিখ-
advertisement
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে আজ অর্থাৎ ১১ সেপ্টেম্বর থেকে। প্রার্থীরা আগামী ১০ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।
advertisement
South East Central Railway Apprentice Recruitment 2021: শূন্যপদের সংখ্যা-
প্রতিষ্ঠানের তরফে অ্যাপ্রেন্টিস পদের সংখ্যা মোট ৪৩২টি রয়েছে বলে জানানও হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে
পদের নাম: ট্রেড অ্যাপ্রেন্টিস
শূন্যপদের সংখ্যা: ৪৩২
কাজের ধরন: রেলওয়ের কাজ
আবেদন প্রক্রিয়া শুরু: ১১.০৯.২০২১
advertisement
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ এবং ট্রেড সম্পর্কিত ITI কোর্স সম্পন্ন
বেতনক্রম: মাসিক স্টাইপেন্ড
আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে
আবেদনের শেষ দিন: ১০.১০.২০২১
South East Central Railway Apprentice Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
উল্লিখিত পদের জন্য যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাঁদের দশম শ্রেণি বা সেকেন্ডারি পরীক্ষায় (১০+২ পরীক্ষা পদ্ধতি অবলম্বনে) উত্তীর্ণ হতে হবে। এরই পাশাপাশি প্রার্থীদের সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে ট্রেড সম্বন্ধীয় ITI কোর্স সম্পন্ন থাকা বাঞ্ছনীয়।
advertisement
South East Central Railway Apprentice Recruitment 2021: বয়সসীমা
প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ২৪ বছর এবং সর্বনিম্ন ১৫ বছর ধার্য করা হয়েছে।
South East Central Railway Apprentice Recruitment 2021: অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং
আরও পড়ুন- ক্লাস ১০ পাশ হলেই সরকারি চাকরির সুবর্ণ সুযোগ, ডাকবিভাগে প্রচুর ভ্যাকেন্সি
নির্বচিত প্রার্থীদের অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে এবং বিভিন্ন ট্রেডের অধীনে এক বছরের জন্য অ্যাপ্রেন্টিস পদে ট্রেনিং দেওয়া হবে। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, ১৯৬১ অনুযায়ী সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের বিলাসপুর ডিভিশনে এই নিয়োগ হবে। প্রত্যেক প্রার্থীকে অ্যাপ্রেন্টিসশিপ চলাকালীন ছত্তিসগঢ় সরকারের অ্যাপ্রেন্টিস রুল অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে। এক বছর পরে তাঁদের ট্রেনিং সম্পন্ন হলে অ্যাপ্রেন্টিসশিপের মেয়াদ শেষ হবে। প্রতিষ্ঠানের তরফে বিশেষ ভাবে বলা হয়েছে, মাইনর প্রার্থীদের ক্ষেত্রে তাঁদের অভিভাবকরাও অ্যাপ্রেন্টিসশিপ কন্ট্রাক্টের অধীনে থাকবেন।
Location :
First Published :
September 11, 2021 2:48 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
South East Central Railway Apprentice Recruitment 2021: মাসিক স্টাইপেন্ডে রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ; শীঘ্রই আবেদন করুন