চলবে মাধ্যমিক...তাই ভোটের কাজে ‘অসুবিধা’! রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিল মধ্যশিক্ষা পর্ষদ
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
বুথ লেভেল অফিসারের জন্য মধ্যশিক্ষা পর্ষদের কর্মীদের সরাসরি চিঠি পাঠানো হচ্ছে। আপত্তি জানিয়ে মধ্যশিক্ষা পর্ষদ চিঠি দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে।
কলকাতাঃ বুথ লেভেল অফিসারের জন্য মধ্যশিক্ষা পর্ষদের কর্মীদের সরাসরি চিঠি পাঠানো হচ্ছে। আপত্তি জানিয়ে মধ্যশিক্ষা পর্ষদ চিঠি দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। “সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য মধ্যশিক্ষা পর্ষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার জন্য পর্ষদের কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”
আরও পড়ুনঃ মর্মান্তিক পথ দুর্ঘটনা! তেলবোঝাই ট্যাঙ্কার ঠিক করার সময় শ্রমিকদের পিছন থেকে ধাক্কা লরির! মৃত্যু ২, আহত আরও ৩
সিইওকে চিঠি লিখে জানাল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। “আগামী ২রা ফেব্রুয়ারি থেকে মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা রয়েছে। মাধ্যমিক পরীক্ষা পরিচালনার জন্য মধ্যশিক্ষা পর্ষদের প্রচুর কর্মীর প্রয়োজন হয়। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফে যেভাবে চিঠি লিখে পর্ষদের কর্মীদের বুথ লেভেল অফিসার হিসেবে নেওয়ার কথা বলা হচ্ছে তা আপত্তিজনক। তাঁরা পর্ষদের কাজ করার পর অতিরিক্ত কাজ হিসেবে কীভাবে বুথ লেভেল অফিসার হিসেবে কাজ করবে?’’
advertisement
advertisement
তিনি আরও বলেন, “পর্ষদের কর্মী হিসেবে তাঁদের প্রচুর কাজ করার পর এটা তাঁদের পক্ষে সম্ভব নয়। বুথ লেভেল অফিসার হিসেবে মধ্যশিক্ষা পর্ষদের কর্মীদের অব্যাহতি করার আবেদন জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক কে চিঠি দিল পর্ষদ।”
Location :
Kolkata,West Bengal
First Published :
July 23, 2025 1:38 PM IST