School Reopens: আজই খুলছে স্কুল, Extra Class নিয়ে স্কুলে স্কুলে বড় নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের

Last Updated:

School Reopens: টানা ৬ দিন ছুটির পর আজ থেকে ফের খুলছে রাজ্যজুড়ে স্কুল, কলেজ-বিশ্ববিদ্যালয়। তীব্র গরমের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে সোমবার থেকেই শনিবার পর্যন্ত টানা ৬ দিন ছুটি দেওয়ার ঘোষণা করেন। আজ থেকে স্কুল খুললেও করাতে হবে অতিরিক্ত ক্লাস।

শিক্ষালয়ে নিতে হবে এক্সট্রা ক্লাস
শিক্ষালয়ে নিতে হবে এক্সট্রা ক্লাস
কলকাতা: তীব্র গরমের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহেই ঘোষণা করেছিলেন সোমবার থেকে শনিবার পর্যন্ত টানা ৬ দিন ছুটি দেওয়া হবে। সেই মোতাবেক গত সপ্তাহে সোমবার থেকে শনিবার পর্যন্ত টানা ৬ দিন ছুটি দিয়েছে রাজ্য জুড়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে। আজ অর্থাৎ সোমবার থেকে রাজ্যজুড়ে স্কুল,কলেজ বিশ্ববিদ্যালয় খুললেও স্কুলগুলির জন্য বিশেষ নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
অতিরিক্ত ক্লাস করাতে হবে স্কুল খুললেই শিক্ষক শিক্ষিকাদের। অর্থাৎ গত সপ্তাহে টানা ৬ দিন ছুটির জন্য যে ক্লাসগুলি নষ্ট হয়েছে অতিরিক্ত ক্লাস করিয়ে সেই ক্ষতিপূরণ করতে হবে স্কুলের শিক্ষক - শিক্ষিকাদের। এই মর্মে ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
আরও দেখুন
advertisement
স্কুল ছুটি দেওয়ার সময় এই নির্দেশিকা রাজ্য জুড়ে পাঠানো হলেও ফের আরো একবার এই নির্দেশিকা দিচ্ছে পর্ষদ। আগামী ২রা মে থেকে গরমের ছুটি দেওয়া হবে। রাজ্যজুড়ে স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী মে মাসের শেষ সপ্তাহ থেকে ১১ দিনের জন্য গরমের ছুটি দেওয়া ছিল।
advertisement
আরও দেখুন
কিন্তু সেই গরমের ছুটি এগিয়ে আনাতে রাজ্য জুড়ে স্কুলগুলিতে একাধিক ক্লাস নষ্ট হবে বলে আশঙ্কা করছে স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের একাংশ।  গত সপ্তাহে টানা ৬ দিন ছুটির জন্য যে সমস্ত ক্লাসগুলি নষ্ট হয়েছে স্কুল ছুটির পর অতিরিক্ত ক্লাস করিয়ে তার ক্ষতিপূরণ করতে হবে বলে ইতিমধ্যেই নির্দেশিকা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। নির্দেশিকা মানা হচ্ছে নাকি সে বিষয়েও সংশ্লিষ্ট জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের মাধ্যমে রিপোর্টও নিতে পারে পর্ষদ বলেই মনে করা হচ্ছে।
advertisement
পাশাপাশি ২ মে থেকেও যেহেতু ছুটি পড়ে যাচ্ছে রাজ্য জুড়ে স্কুলগুলিতে তার জন্য ওই ছুটির পরেও স্কুল খুললেও অতিরিক্ত ক্লাস করিয়ে ছাত্রছাত্রীদের ক্ষতিপূরণ করতে হবে বলেও ইতিমধ্যেই নির্দেশিকা দিয়েছে পর্ষদ। মূলত পরীক্ষার আগেই যাতে ক্লাসরুমে ক্লাস করিয়ে সিলেবাস শেষ করানো যায় তার জন্য স্কুলগুলিতে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে টানা ৬ দিন ছুটি দেওয়া হলেও মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত একাধিক স্কুল অনলাইনে ক্লাস করিয়েছে। সেক্ষেত্রে ২মে থেকে গরমের ছুটি এগিয়ে আনা হলেও পর্ষদের তরফে রাজ্য জুড়ে স্কুলগুলিকে উৎসাহিত করা হবে যাতে অনলাইনে তারাও ক্লাস নেন। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের সিলেবাস খানিকটা শেষ করা যাবে বলেও মনে করছে পর্ষদ। এই বিষয় নিয়ে রাজ্য জুড়ে স্কুলগুলিতে ফের একটি নির্দিষ্ট গাইডলাইনও দেওয়া হতে পারে বলেও সূত্রের খবর। সবমিলিয়ে আজ থেকে স্কুল খুললেও অতিরিক্ত ক্লাস করাতে হবে শিক্ষক শিক্ষিকাদের যাতে সময়মাফিক সিলেবাস শেষ করানো যায়।
advertisement
Somraj Banerjee
বাংলা খবর/ খবর/শিক্ষা/
School Reopens: আজই খুলছে স্কুল, Extra Class নিয়ে স্কুলে স্কুলে বড় নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement