RSMSSB Recruitment 2022: কম্পিউটার প্রশিক্ষক পদে নিয়োগ, জেনে নিন এখনই!

Last Updated:

RSMSSB Recruitment 2022: প্রার্থীদের ৯ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

রক্ষকই ভক্ষক
রক্ষকই ভক্ষক
#নয়াদিল্লি: সম্প্রতি রাজস্থান সাবঅর্ডিনেট এবং মিনিস্টারিয়াল সার্ভিসেস সিলেকশন বোর্ডের (Rajasthan Subordinate and Ministerial Services Selection Board) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বেসিক এবং সিনিয়র কম্পিউটার প্রশিক্ষকদের পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
RSMSSB Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের ৯ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
RSMSSB Recruitment 2022:
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ১০,০০০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
৯৮৬২টি বেসিক কম্পিউটার প্রশিক্ষক পদ এবং ২৯৫টি সিনিয়র কম্পিউটার প্রশিক্ষক পদ পূরণের জন্য এই নিয়োগ ড্রাইভ পরিচালনা করা হবে। নিয়োগ পরীক্ষা এই বছর মে/জুন মাসে অনুষ্ঠিত হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
advertisement
সংস্থা: রাজস্থান সাবঅর্ডিনেট এবং মিনিস্টারিয়াল সার্ভিসেস সিলেকশন বোর্ড (Rajasthan Subordinate and Ministerial Services Selection Board)
পদের নাম: বেসিক এবং সিনিয়র কম্পিউটার প্রশিক্ষক
শূন্যপদের সংখ্যা: ১০,০০০
কাজের স্থান: রাজস্থান
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা এবং নথি যাচাই
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
বেতনক্রম: কিছু জানানো হয়নি
advertisement
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ০৯.০৩.২০২২
RSMSSB Recruitment 2022: আবেদনের যোগ্যতা
বয়সসীমা: জানুয়ারি ১, ২০২৩ অনুযায়ী ১৮-৪০ বছর
শিক্ষাগত যোগ্যতা:
বেসিক: CS/ IT/ ECE/ EE/ EEE/ EIC/ TIE বা CS/ IT বা BCA-তে B.SC এ লেভেল / PGDCA বা বিই/ বি. টেক সহ স্নাতক ডিগ্রি।
সিনিয়র: ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর (এমই)/ কম্পিউটার সায়েন্সে এম. টেক/ তথ্য প্রযুক্তি/ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইইই/ ইটিই/ ইআইই/ বা কম্পিউটার সায়েন্স/ তথ্য প্রযুক্তিতে এমএসসি।
advertisement
দেবনাগরী লিপি ও রাজস্থানি সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া প্রয়োজন।
RSMSSB Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া
লিখিত পরীক্ষা এবং নথি যাচাইয়ের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
RSMSSB Recruitment 2022: কম্পিউটার প্রশিক্ষক পদে নিয়োগ, জেনে নিন এখনই!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement