র‍্যাগিংয়ের অভিযোগই প্রত্যাহার পাঁচ ছাত্রীর চাঞ্চল্যকর ঘটনা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে

Last Updated:

বৃহস্পতিবার বিকেলে ডিন অফ স্টুডেন্টস ও উপাচার্যের কাছে ইমেইল করে অভিযোগ জানান পাঁচ ছাত্রী। অভিযোগের ২৪ ঘন্টার মধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এন্টি র‍্যাগিং কমিটির বৈঠক ডাকে।

ফাইল ছবি৷
ফাইল ছবি৷
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ও র‍্যাগিংয়ের অভিযোগ হয়। কিন্তু এবার সেই র‍্যাগিংয়ের অভিযোগই প্রত্যাহার করে নিলেন বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রী। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বিশ্ববিদ্যালয়ের অন্দরে।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বৃহস্পতিবার র‍্যাগিংয়ের অভিযোগ আসার পর পরই শুক্রবার দুপুর তিনটে থেকে অ্যান্টি র‍্যাগিং কমিটির বৈঠক বসে। সেই বৈঠকে অভিযোগকারী পাঁচ ছাত্রী উপস্থিত থেকে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানায়। তারপর বিশ্ববিদ্যালয় অ্যান্টি র‍্যাগিং কমিটির সদস্যরা যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের বক্তব্য শুনে। বৈঠক চলাকালীনই পাঁচ ছাত্রী রাগিং এর অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার কথা জানায়।
advertisement
ওই পাঁচ ছাত্রী দুই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ করেছিল। দুই ছাত্র অবশ্য দুঃখপ্রকাশ করেছে অ্যান্টি র‍্যাগিং কমিটির সদস্যদের কাছে। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার সুবীর মৈত্র জানান “পরীক্ষা সংক্রান্ত বিষয়ে একটি সমস্যা হয়েছিল। তারপর কয়েকজন ছাত্রের সঙ্গে এই পাঁচ ছাত্রীর কথা কাটাকাটির মতো ঘটনা ঘটেছিল। অ্যান্টি র‍্যাগিং কমিটির সদস্যরা এই অভিযোগের মধ্যে কোনও সত্যতা খুঁজে পাননি। ওই পাঁচ ছাত্রী অভিযোগ প্রত্যাহার করেছে। দুই ছাত্র দুঃখপ্রকাশ করেছে। অধ্যাপক এর বিরুদ্ধে কোনও অভিযোগ পাওয়া যায়নি।”
advertisement
advertisement
অ্যান্টি ragging কমিটির বৈঠকে অবশ্য বাড়ি থেকেই ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়। বৈঠকে উপস্থিত থেকে অভিযোগকারী ছাত্রীদের থেকে তিনি জানতে চান গোটা ঘটনার বিষয়ে। পাশাপাশি যাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাঁদের থেকেও জানতে চান গোটা ঘটনা সম্পর্কে।
তবে ক্যাম্পাসের বদলে বাড়ি থেকে কেন কাজ করছেন উপাচার্য তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রীরা বিক্ষোভ দেখায়। উপাচার্য কেন ক্যাম্পাসে না এসে বাড়ি থেকে কাজ করছেন তা নিয়ে প্রশ্ন তুলে ছাত্রীরা বিক্ষোভ দেখায় বৈঠক চলাকালীন। যদিও রেজিস্ট্রার এ দিন বৈঠক শেষে জানিয়েছেন “ছাত্ররা জানিয়েছে আগামী দিনে এইসব কাজ করা থেকে বিরত থাকবে। ছাত্রীরাও জানিয়েছে, আগামী দিনে তারাও এই ধরনের  অভিযোগ থেকে বিরত থাকবে।” পাশাপাশি পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও সেই অভিযোগ ও ছাত্রীরা প্রত্যাহার করে নেবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/শিক্ষা/
র‍্যাগিংয়ের অভিযোগই প্রত্যাহার পাঁচ ছাত্রীর চাঞ্চল্যকর ঘটনা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement