Ramakrishna Mission Vidyamandira: কম খরচে নেট বা সেটের প্রস্তুতি! সুযোগ দিচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, জানুন বিস্তারিত
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে চালু হতে চলেছে নেট ও সেট-এর প্রস্তুতির কোর্স। ভর্তি প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। কোর্সে ভর্তির শেষ দিন ৩০ জুলাই ২০২৩।
দেশ হোক বা রাজ্যে চাকরি বা গবেষণার ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণের প্রাথমিক মানদণ্ড হয়ে দাঁড়ায় এই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) বা স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) পরীক্ষাই। গবেষণা হোক কিংবা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের চাকরি ক্ষেত্রে এই পরীক্ষায় পাশ করতে হয়। এই দুই প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই পরীক্ষার্থীর সংখ্যা থাকে চোখে পড়ার মতো। তবে খুব একটা সহজ হয় না এই পরীক্ষা। যথেষ্ঠ চাপের মধ্যে পড়তে হয় এই পরীক্ষায় পাশ করার জন্য।
তাই প্রস্তুতিও নিতে হয় খুব। তাতেও বহু ছাত্র ছাত্রী এত বড় সিলেবাস শেষ করতে গিয়ে বেশ হিমশিম খায়। তবে সবার সামর্থ্য হয় না অনেক অর্থ খরচ করে এই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার। আর সেই সব ছাত্র-ছাত্রীদের কথা ভেবেই বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে চালু হতে চলেছে নেট ও সেট-এর প্রস্তুতির কোর্স। ভর্তি প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। কোর্সে ভর্তির শেষ দিন ৩০ জুলাই ২০২৩।
advertisement
advertisement
নেট/সেট পরীক্ষাতে মোট ২টি পেপার থাকে। এই দুই পেপারের পরীক্ষা দিতে হয় পরীক্ষার্থীদের। প্রথম পত্রে নানা বিষয়ের উপর প্রশ্ন থাকে, আর দ্বিতীয় পত্রে থাকে মূলত বিষয়ভিত্তিক প্রশ্ন। তবে রামকৃষ্ণ মিশনে কোর্সটিতে শুধুমাত্র প্রথম পত্রের বিষয়গুলির প্রস্তুতিতে সাহায্য করা হবে শিক্ষার্থীদের। এই কোর্সটি পুরুষ এবং মহিলা-উভয়েই করতে পারবেন। ঘরে বসে অনলাইনে ক্লাসটি করার সুবিধা পাওয়া যাবে।
advertisement
আরও পড়ুন: চাষির ঘর থেকে চন্দ্রযান-৩ এর বিজ্ঞানীদের দলে বাংলার ছেলে! বাঙালি বিজ্ঞানীর জন্য গর্বে বুক ফুলবে
কোর্সটি করার জন্য শিক্ষার্থীদের ৫০০০ টাকা জমা দিতে হবে। কোর্সের স্টাডি মেটিরিয়াল দেওয়া হবে পড়ুয়াদের। বাংলা এবং ইংরেজি দু’টি ভাষাতেই স্টাডিমেটিরিয়াল পাবে তাঁরা। পাশাপাশি থাকবে মক টেস্টের ব্যবস্থাও। সপ্তাহে চার দিন ‘ইন্টার্যাক্টিভ’ ক্লাস নেওয়া হবে। আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। এই বিষয়ে বিস্তারিত জানতে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ওয়েবসাইটে দেখতে পারেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2023 10:46 PM IST