RSMSSB Computer Recruitment 2021: ২৫০ টি শূন্যপদ, কম্পিউটার-এর কোর্স করা থাকলে চাকরি
- Published by:Suman Majumder
Last Updated:
ন্যূনতম ১৮ বছরের প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে পারবে। আবেদনের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ হতে পারে ৪০।
#জয়পুর: ২৫০ টি কম্পিউটার পদের জন্য নিয়োগ করতে চলেছে রাজস্থান স্টাফ সিলেকশন বোর্ড, জয়পুর। এই মর্মে সম্প্রতি তারা একটি নোটিফিকেশন প্রকাশ করেছে। যেখানে বলা হচ্ছে, এই ২৫০ টি শূন্যপদে আবেদন করা যাচ্ছে কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইট-
https://rsmssb.rajasthan.gov.in/ -র মাধ্যমে।
RSMSSB কম্পিউটার পদে নিয়োগে শূন্যপদের বিবরণ -
advertisement
মোট ২৫০ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যার মধ্যে -
১. ৭৯ টি শূন্যপদ রয়েছে জেনেরাল ক্যাটেগরির মানুষজনের জন্য
২. ২২ টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে ইকোনমিক্যালি উইকার সেকশন-এ অন্তর্ভুক্ত মানুষজনের জন্য
৩. ৪৬ টি শূন্যপদ রয়েছে OBC ক্যাটেগরির মানুষজনের জন্য
advertisement
৪. ১১ টি শূন্যপদ রয়েছে EBS ক্যাটেগরির মানুষজনের জন্য
৫. SC -দের জন্য সংরক্ষিত রয়েছে ৩৫ টি শূন্যপদ
৬. ST-দের জন্য সংরক্ষিত রয়েছে ২৬ টি শূন্যপদ
৭. ৩০ টি রয়েছে TSP এলাকার মানুষজনের জন্য
৮. ১ টি শূন্যপদ রয়েছে সাহারিয়ার জন্য
RSMSSB কম্পিউটার পদে নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ -
advertisement
কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে ৩ সেপ্টেম্বর, ২০২১-এ
আবেদন প্রক্রিয়া শুরু হবে ৮ সেপ্টেম্বর, ২০২১ থেকে
আবেদনের শেষ তারিখ ৭ অক্টোবর, ২০২১
আবেদনের পর প্রত্যেককে পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটি কবে নেওয়া হবে সেবিষয়ে এখনও কিছু বলা হয়নি।
RSMSSB কম্পিউটার পদে নিয়োগে শূন্যপদে আবেদনের যোগ্যতা -
১. গণিত, অর্থনীতি বা স্ট্যাটিসটিক্স -এ ডিগ্রি থাকতে হবে
advertisement
২. কম্পিউটার-এর কোনও কোর্স করা থাকতে হবে, ডিগ্রি, ডিপ্লোমা বা যেকোনও সার্টিফিকেট থাকতে হবে প্রার্থীর কাছে।
RSMSSB কম্পিউটার পদে নিয়োগে শূন্যপদে আবেদনের বয়সসীমা -
ন্যূনতম ১৮ বছরের প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে পারবে। আবেদনের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ হতে পারে।
RSMSSB কম্পিউটার পদে নিয়োগে শূন্যপদে আবেদনের ফি -
আবেদনের জন্য জেনেরাল ক্যাটেগরির প্রার্থীদের ফি বাবদ দিতে হবে ৪৫০ টাকা
advertisement
আবেদনের জন্য BC/EBC (NCL) রাজস্থানের প্রার্থীদের দিতে হবে ৩৫০ টাকা করে
SC, ST বা PWD প্রার্থীদের ফি বাবদ দিতে হবে ২৫০ টাকা।
RSMSSB কম্পিউটার পদে নিয়োগে শূন্যপদে আবেদনের প্রক্রিয়া -
১. আবেদনের জন্য প্রথমে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট www.sso.rajasthan.gov.in -এ যেতে হবে
advertisement
২. জব নোটিফিকেশনে যেতে হবে
৩. রিক্রুটমেন্ট বোতামে ক্লিক করতে হবে
৪. যা যা তথ্য চাওয়া হবে, তা দিতে হবে এবং ছবি আপলোড করতে হবে
৫. দিতে হবে আবেদনের ফি
৬. আবেদন পত্রের একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।
view commentsLocation :
First Published :
September 08, 2021 5:47 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
RSMSSB Computer Recruitment 2021: ২৫০ টি শূন্যপদ, কম্পিউটার-এর কোর্স করা থাকলে চাকরি