PG Admission 2025: ৮ অগাস্ট থেকে স্নাতকোত্তরে ভর্তির আবেদন শুরু! কবে প্রকাশিত হবে মেধাতালিকা? ক্লাস শুরু কবে জানাল দফতর
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
PG Admission 2025: স্নাতকোত্তরে ভর্তির আবেদনের দিন ঘোষণা করল উচ্চশিক্ষা দফতর। ৮ অগাস্ট থেকে শুরু হবে এই প্রক্রিয়া। স্নাতকোত্তরে ক্লাস শুরু ১ লা সেপ্টেম্বর থেকে। ওবিসি সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকার পরে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সময়সীমা আর বৃদ্ধি করেনি সরকার।
কলকাতাঃ স্নাতকোত্তরে ভর্তির আবেদনের দিন ঘোষণা করল উচ্চশিক্ষা দফতর। ৮ অগাস্ট থেকে শুরু হবে এই প্রক্রিয়া। স্নাতকোত্তরে ক্লাস শুরু ১ লা সেপ্টেম্বর থেকে। ওবিসি সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকার পরে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সময়সীমা আর বৃদ্ধি করেনি সরকার। প্রথম পর্যায়ে মেধাতালিকা প্রকাশ করা হবে ৭ অগাস্ট। তা আগেই জানানো হয়েছিল শিক্ষা দফতরের পক্ষ থেকে।
আরও পড়ুনঃ মাত্র ৩০ মিনিট…! ১২ বাড়ি রান্না করে যা আয় করছেন এই মহিলা, ভাবতেও পারবেন না
ঠিক তার পরের দিন ৮ অগাস্ট থেকে ২০ অগাস্ট পর্যন্ত স্নাতকোত্তরে ভর্তির আবেদন নেওয়া হবে। স্নাতকোত্তরের মেধাতালিকা প্রকাশিত হবে ২৫ অগাস্ট। ১ সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তরে ক্লাস শুরু হওয়ার পাশাপাশি ওই মাসের মধ্যেই যাবতীয় যাচাইয়ের কাজ শেষ করে ফেলার নির্দেশ।
advertisement
advertisement
স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলিতে ৮০ শতাংশ নিজেদের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভর্তি করাতে হবে স্নাতকোত্তর স্তরে। ২০ শতাংশ পড়ুয়া অন্য বিশ্ববিদ্যালয়গুলি থেকে ভর্তি করানো যেতে পারে। তবে যে বিশ্ববিদ্যালয়গুলির অধীনে কোনও কলেজ নেই, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে ৯০ শতাংশ পড়ুয়া তাঁদের নিজেদের বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি করতে হবে, বাকি ১০ শতাংশ অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি করানো যাবে। অভিন্ন পোর্টালের মাধ্যমে স্নাতকস্তরে ভর্তির শেষ দিন ছিল ৩০ জুলাই। সন্ধ্যা ৬টা অবধি তিন লক্ষ ৫৯ হাজার ১১৪ জন ছাত্রছাত্রী নিজেদের নাম নথিভুক্ত করেছেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 03, 2025 2:10 PM IST