ONGC Recruitment 2022: অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডে নিয়োগের পরীক্ষা শুরু! কীভাবে আবেদন জমা দেবেন?

Last Updated:

ONGC Recruitment 2022: ওএনজিসি নন-একজিকিউটিভ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে ২০, ২১, এবং ২৭ অগাস্ট, ২০২২ তারিখে।

সম্প্রতি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের (Oil and Natural Gas Corporation Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। নন-একজিকিউটিভ পদে নিয়োগের পরীক্ষার জন্য হল টিকিট প্রকাশ করা হয়েছে তাতে। বিজ্ঞাপন নম্বর 02/2022। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
পরীক্ষার তারিখ:
ওএনজিসি নন-একজিকিউটিভ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে ২০, ২১, এবং ২৭ অগাস্ট, ২০২২ তারিখে। যে সমস্ত প্রার্থীরা পরীক্ষা দেবেন তাঁরা এখনই ONGC নন-একজিকিউটিভ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন৷
টিকিট ডাউনলোডের পদ্ধতি:
নাম রেজিস্ট্রেশন করা প্রার্থীরা যাঁরা পরীক্ষা দেবেন তাঁদের ONGC-এর অফিসিয়াল ওয়েবসাইটে ongcindia.com যেতে হবে।
advertisement
হোমপেজে ‘কেরিয়ার’ বিভাগে যেতে হবে।
advertisement
তারপর ‘Recruitment Notice-2022’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।
এরপর আবার "Admit Card for Computer Based Test (CBT) to be held on 20th, 21st & 27th August 2022 against Advertisement No. 2/2022 (R&P)" লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।
পরবর্তী ধাপে প্রার্থীদের ‘Application Number’ এবং ‘Date of Birth’-এর বিবরণ জমা দিতে হবে।
advertisement
বিশদ বিবরণ লিখতে হবে এবং তারপর ONGC-র কল লেটার ডাউনলোড করে নিতে হবে।
প্রার্থীদের পরীক্ষার অ্যাডমিট কার্ডের প্রিন্টআউট নিতে হবে এবং তা পরীক্ষার হলে নিয়ে যেতে হবে।
অ্যাডমিট কার্ড ডাউনলোডের সরাসরি লিঙ্ক https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/76282/login.html
নিয়োগ পদ্ধতি:
ONGC অনলাইন মোডের মাধ্যমে পরীক্ষা পরিচালনা করবে। প্রার্থীদের জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্টেন্ট),জুনিয়র ফায়ার সুপারভাইজার, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (সার্ভেইং), জুনিয়র টেকনিশিয়ান, জুনিয়র ফায়ারম্যান, জুনিয়র মেরিন রেডিও অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ডিলিং ইত্যাদি পদে নিয়োগ করা হবে।
advertisement
প্রার্থীরা এই নিয়োগের বিষয়ে আরও বিস্তারিত জানতে ও পরীক্ষার নিয়মাবলী সম্পর্কে আরও জানতে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন।
বাংলা খবর/ খবর/চাকরি/
ONGC Recruitment 2022: অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডে নিয়োগের পরীক্ষা শুরু! কীভাবে আবেদন জমা দেবেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement