Success Story: ৪৭৩ নম্বর পেয়ে পাশ নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের পড়ুয়া দৃষ্টিহীন ওম সাউ

Last Updated:

শিক্ষকরা পড়াতেন আর সেই পার্ট রেকর্ড করতেন ছাত্রটি পরে সেই অডিও রেকর্ড বারবার শুনে মুখস্ত করতেন এইভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রস্তুতি নিয়েছিলেন ১০০ শতাংশ দৃষ্টিহীন ছাত্র ওম সাউ

দৃষ্টিহীন ছাত্র ওম সাউ
দৃষ্টিহীন ছাত্র ওম সাউ
নরেন্দ্রপুর: ১০০ শতাংশ দৃষ্টিহীন তিনি। তবুও সেটা কখনওই তাঁর সাফল্যে বাঁধা হতে দেননি। আর পাঁচ জন সাধারণ ছাত্রের সঙ্গে পড়াশোনা করে তাক লাগানো ফল করলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের পড়ুয়া ওম সাউ। মেধাতালিকায় জায়গা না পেলেও তাঁর সাফল্যকে কুর্নিশ জানিয়েছে মিশনের মহারাজরা।
কল্যাণীর এই বাসিন্দা ৪৭৩ নম্বর পেয়েছে। ক্লাসে শিক্ষকদের পড়া অডিও রেকর্ড করতেন ওম। পরে সেটাকেই বারে বারে শুনে পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। বন্ধুদের কাছ থেকেও নানা সময় সাহায্য পেয়েছেন বলে দাবি ওই পড়ুয়ার।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
ওমের কথায়, বাড়িতে মা ও ভাই রয়েছে। অভাবের সংসার। টিউশনি করে খরচ জুগিয়েছেন মা। আগামী দিনে ইউপিএসসি পরীক্ষায় বসতে চান এই মেধাবী ছাত্র। নরেন্দ্রপুর ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমি থেকে মাধ্যমিক দিলেও তাঁর ইচ্ছে ছিল, উচ্চমধ্যমিক সাধারণ ছাত্রদের সঙ্গে দেওয়ার। সেইমতো একাদশ শ্রেণীতে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে ভর্তি হন ওম।
advertisement
তার এই পরীক্ষা সাফল্য নিজের মাকেই দিতে চান তিনি। অন্যদিকে, ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমি থেকে এবার আটজন পরীক্ষা দিয়েছেন। প্রত্যেকেই ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছেন।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Success Story: ৪৭৩ নম্বর পেয়ে পাশ নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের পড়ুয়া দৃষ্টিহীন ওম সাউ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement