IIT: মাল্টিন্যাশনাল চাকরি ছেড়ে এবার নতুন দিগন্ত IIT-তে, শুধু প্রযুক্তি নয়, এবার সিনেমা-ফিল্মে আসতে পারে আইআইটি পড়ুয়ারা
- Reported by:Ranjan Chanda
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
IIT: আইআইটি পড়ুয়া মানে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তি নিয়ে ক্যারিয়ার হবে এমনটা নয়। তাদের ইচ্ছে থাকলে ব্র্যান্ডিং বা ফিল্ম মেকিং বিষয়ে তারা যুক্ত হতে পারে। এ নিয়ে তারা ক্যারিয়ার গড়তে পারে।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: শুধু আইআইটিতে পড়ে একজন গবেষক কিংবা প্রযুক্তিবিদ হবে এমনটা নয়। কিংবা এই মেধাবী পড়ুয়া ভারতের প্রযুক্তিবিদ্যার প্রাচীন প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এসে নতুন স্টার্ট আপ খুলবে এমনটাও নয়। মাল্টিন্যাশনাল চাকরি ছেড়ে এবার নতুন দিগন্ত আইআইটি খড়্গপুরের পড়ুয়াদের কাছে। মেধাবী পড়ুয়াদের কেউ বর্তমানে সিনেমা বা বিজ্ঞাপনের জগতে প্রযুক্তি ব্যবহার করে বদলে দিতে পারে পুরো বিষয়। সম্প্রতি এক নতুন দিগন্তের হাতছানি খড়গপুর আইআইটির।
বর্তমানে সিনেমা ও বিজ্ঞাপনের জগতে প্রযুক্তি ব্যবহার হয়, নতুন গবেষণা বদলে দেবে তার ধ্যান ধারণা। এবার তাই আইআইটি ক্যাম্পাসে নতুন ব্র্যান্ড অ্যাক্টিং এর দিগন্ত। এমন সুযোগ দিতে উদ্যোগী হয়েছেন খড়্গপুরে ডিরেক্টর সুমন চক্রবর্তী। আগামী দিনে ব্র্যান্ডিং, ফিল্ম, অ্যাক্টিং নিয়ে নতুন কোর্স চালুর পাশাপাশি গবেষণার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে দাবি আইআইটির। ছক ভাঙা পড়াশোনা বাদ দিয়ে এবার নতুন এক দিশা আইআইটি খড়্গপুরের। খড়গপুর আইআইটি সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রাক্তনী জিতেন্দ্র কুমার একাধিক সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন জিতেছেন অ্যাওয়ার্ড, শুধু তাই নয় নীতিশ তিওয়ারির মতো বম্বে আইআইটির ছাত্র এখন সিনেমা পরিচালনার পাশাপাশি অভিনয় করছেন। এছাড়াও একাধিক আইআইটির প্রাক্তনী ফিল্ম মেকার এবং সিনেমা করেছেন।
advertisement
আরও পড়ুন-১১০ কিমি বেগে তেড়ে আসছে…! শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’র ‘ল্যান্ডফল’ কখন? আগামী ৩ দিনের জন্য বন্ধ স্কুল-কলেজ, জারি সতর্কতা
সম্প্রতি এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য খড়গপুর আইটিতে এসেছিলেন ফিলমেকার ও ব্র্যান্ড গুরু প্রহ্লাদ কক্কর। উপস্থিত ছিলেন খড়্গপুর আইআইটি ছাত্র-ছাত্রীরা। পরে তার সঙ্গে বৈঠক করেন আইআইটি ডিরেক্টর। আইআইটি কর্তৃপক্ষের দাবি, আইআইটি পড়ুয়া মানে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তি নিয়ে কেরিয়ার হবে এমনটা নয়। তাদের ইচ্ছে থাকলে ব্র্যান্ডিং বা ফিল্ম মেকিং বিষয়ে তারা যুক্ত হতে পারে। এ নিয়ে তারা কেরিয়ার গড়তে পারে।
advertisement
advertisement
আরও পড়ুন-প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই বলি নায়িকার সঙ্গে সহবাস! ১৪ বছর ধরে অভিনয় থেকে উধাও, আজ ২০০০ কোটি টাকার মালিক, এখন কোথায় আছেন গোবিন্দর নায়িকা?
view commentsপ্রসঙ্গত ফিল্ম মেকিং বা সিনেমা তৈরির সঙ্গে প্রযুক্তি ওতপ্রতভাবে যুক্ত। লাইট, ক্যামেরা একশন-এর যুগে নিত্য নতুন প্রযুক্তি এআই ব্যবহার এখন হামেশাই। তবে প্রাথমিকভাবে উৎসাহী পড়ুয়াদের নিয়ে শর্ট ফিল্ম তৈরি বা কর্মশালা হতে পারে এই বিষয়টি নিয়ে পাঠ্যক্রম তৈরি বা ডিগ্রি দেওয়ার কোনও বিষয় ভাবা হয়নি। আগামীতে এই নিয়ে এগোনো হতে পারে বলে আইআইটি সূত্রে খবর।
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 27, 2025 2:48 PM IST










