Recruitment 2021|| অধ্যাপক ও নন-টিচিং পদে নিয়োগ করবে 'এই' প্রতিষ্ঠান, কীভাবে-কোথায় আবেদন করবেন? জানুন...
- Published by:Shubhagata Dey
Last Updated:
NIPER Rae Bareli recruitment 2021: প্রার্থীরা আগামী ৩১ জানুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।
#রায়বরেলি: সম্প্রতি রায়বরেলির ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন এবং রিসার্চ সেন্টারের (National Institute of Pharmaceutical Education and Research) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৪ ডিসেম্বর থেকে। প্রার্থীরা আগামী ৩১ জানুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
প্রার্থীরা আরও বিশদে শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম, বয়সসীমা ও অন্যান্য বিষয়ে আরও জানতে এই লিঙ্কে ক্লিক করতে পারেন- http://niperraebareli.edu.in/advertiesment/Full_Advertisement_2021-22.pdf
আরও পড়ুন: ১১২০ শূন্যপদে মাসিক ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা বেতন! কোথায়, কীভাবে আবেদন করবেন? জানুন...
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদের বিস্তারিত বিবরণ:
advertisement
শূন্যপদ | সংখ্যা |
মেডিসিনাল কেমিস্ট্রি | ১ |
ফার্মাসিউটিকস | ১ |
ফার্মাকোলজি এবং টক্সিকোলজি | ১ |
লাইব্রেরি এবং ইনফরমেশন অফিসার | ১ |
এস্টেট এবং সিকিউরিটি অফিসার | ১ |
মেডিক্যাল অফিসার | ১ |
পাবলিক রিলেশন অফিসার | ১ |
গেস্ট হাউস এবং হস্টেল সুপারভাইজার | ১ |
জুনিয়র হিন্দি ট্রান্সলেটর | ১ |
রিসেপশনিস্ট এবং টেলিফোন অপারেটর | ১ |
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন এবং রিসার্চ সেন্টার, রায়বরেলি (National Institute of Pharmaceutical Education and Research) |
পদের নাম | প্রফেসর এবং নন-টিচিং স্টাফ |
শূন্যপদের সংখ্যা | ১০ |
কাজের স্থান | রায়বরেলি |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | সাক্ষাৎকার |
আবেদন প্রক্রিয়া শুরু | ২৪.১২.২০২১ |
শিক্ষাগত যোগ্যতা | কিছু জানানো হয়নি |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ৩১.০১.২০২২ |
advertisement
বিশেষ ঘোষণা:
NIPER-এর তরফে চাকরির বিজ্ঞপ্তিতে, আগ্রহী প্রার্থীদের ২৪.১২.২০২১ তারিখে সকাল ১১টা ৩১.০১.২০২২ তারিখে বিকাল ৬টা পর্যন্ত ইনস্টিটিউটের ওয়েবসাইটে (www.niperraebareli.edu.in) দেওয়া নির্ধারিত লিঙ্ক ব্যবহার করে অনলাইনে আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
সাক্ষাৎকারে যোগদানের জন্য কল লেটার এবং অন্যান্য চিঠিপত্র, ইত্যাদি শুধুমাত্র ইমেলের মাধ্যমে যোগ্য প্রার্থীদের পাঠানো হবে এবং ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রদর্শিত হবে।
advertisement
উল্লিখিত জন্য আবেদন করার আগে প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিয়ে তবেই আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
Location :
First Published :
December 23, 2021 4:30 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2021|| অধ্যাপক ও নন-টিচিং পদে নিয়োগ করবে 'এই' প্রতিষ্ঠান, কীভাবে-কোথায় আবেদন করবেন? জানুন...