NHM Assam Recruitment 2022: ১৫৪ শূন্যপদে মেডিক্যাল অফিসার নিয়োগ, আজই আবেদন করুন
- Published by:Rukmini Mazumder
Last Updated:
প্রার্থীদের আগামী ২০ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#নয়াদিল্লি: তরুণ চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ! সম্প্রতি অসমের ন্যাশনাল হেলথ মিশনের (National Health Mission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে মেডিক্যাল অফিসার (Medical Officer) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ন্যাশনাল হেলথ মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
NHM Assam Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ২০ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
NHM Assam Recruitment 2022: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৫৪টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের মূলত মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: আসামের ন্যাশনাল হেলথ মিশন (National Health Mission)
advertisement
পদের নাম | মেডিক্যাল অফিসার |
শূন্যপদের সংখ্যা | ১৫৪ |
কাজের স্থান | অসম |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এবং অসম মেডিকেল কাউন্সিল বা ভারতের মেডিকেল কাউন্সিলের সঙ্গে নিজেদের নাম নিবন্ধিত হতে হবে |
বেতনক্রম | মাসিক ৫০,০০০ টাকা |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ২০.০২.২০২২ |
advertisement
NHM Assam Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এবং অসম মেডিকেল কাউন্সিল বা ভারতের মেডিকেল কাউন্সিলের সঙ্গে নিজেদের নাম নিবন্ধিত হতে হবে।
NHM Assam Recruitment 2022: বয়সসীমা
প্রার্থীদের সর্বোচ্চ বয়স ১ জানুয়ারি, ২০২২ তারিখে ৬২ বছর হতে পারে।
advertisement
NHM Assam Recruitment 2022: বেতনক্রম
নির্বাচিত প্রার্থীরা মাসিক পারিশ্রমিক হিসাবে ৫০,০০০ টাকা পাবেন।
NHM Assam Recruitment 2022: আবেদন পদ্ধতি
NHM অসমের অফিসিয়াল ওয়েবসাইট nhm.assam.gov.in-এ যেতে হবে
হোমপেজে, রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে
স্ক্রিনে একটি নতুন পেজ আসবে
National Health Mission, Assam লেখা লিঙ্কটিতে ক্লিক করতে হবে
advertisement
Advertisement for the post of Medical Officer (MBBS) under NHM, Assam dated 10.2.2022 আবেদনের লিঙ্কে ক্লিক করতে হবে
আবেদনপত্র পূরণ করে সেটি জমা দিতে হবে
ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি কপি সংরক্ষণ করে রাখতে হবে
Location :
First Published :
February 15, 2022 5:03 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
NHM Assam Recruitment 2022: ১৫৪ শূন্যপদে মেডিক্যাল অফিসার নিয়োগ, আজই আবেদন করুন