Vice Chancellor Recruitment: দ্রুত উপাচার্য নিয়োগ প্রয়োজন, সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন রাজ্যপাল! 'সময়' নিয়ে প্রশ্ন
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Vice Chancellor Recruitment: পড়ুয়াদের স্বার্থে দ্রুত উপাচার্য নিয়োগ প্রয়োজন, এই পর্যবেক্ষণ রেখে পুরোনো নির্দেশে কোনওরকম হস্তক্ষেপ করা হবে না, পরিষ্কার করে দিল আদালত। ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৪টিতে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, বাকি আছে মাত্র দু'টি।
নয়াদিল্লি: পড়ুয়াদের স্বার্থে দ্রুত উপাচার্য নিয়োগ প্রয়োজন, এই পর্যবেক্ষণ রেখে পুরোনো নির্দেশে কোনওরকম হস্তক্ষেপ করা হবে না, পরিষ্কার করে দিল আদালত। ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৪টিতে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, বাকি আছে মাত্র দু’টি। এই পরিস্থিতিতে হঠাৎ কেন প্রক্রিয়া বদলের কথা বলা হচ্ছে, অ্যাটর্নী জেনারেলের কাছে জানতে চায় আদালত।
এদিন নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে উপাচার্য নিয়োগে আদালতের তৈরি করে দেওয়া কমিটির প্রধান তথা অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের সঙ্গে দেখা হয় বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার। সেখানে তাঁরা উপাচার্য নিয়োগের প্রক্রিয়া কোন অবস্থায় রয়েছে, তা জানতে চান।
advertisement
advertisement
সেখানেই অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জানান যোগ্য ব্যক্তি না পাওয়া যাওয়ায় মাত্র দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়োগ বাকি। এই দুই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য নতুন করে বিজ্ঞাপন দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Nov 11, 2024 5:16 PM IST








