Mamata Banerjee: 'আমি গর্বিত, এটা একটা অনুপ্রেরণা,' সেন্ট জেভিয়ার্স থেকে ডি-লিট পেলেন মমতা

Last Updated:

Mamata Banerjee: এদিন ডি-লিট সম্মান প্রদান করা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের তরফে এদিন ডি-লিট সম্মান প্রদান করা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
মুখ্যমন্ত্রী বলেন, "আমাকে এইরকম সন্মান দেওয়ার জন্য আমি গর্বিত। আমি আপনাদের ধন্যবাদ জানাই। আমি এই সন্মান সাধারণ মানুষের জন্য ভাগ করে নিতে চাই। আমি বিখ্যাত হয়েছি এই সাধারণ মানুষের জন্য। বিশেষ করে নিম্ন মধ্যবিত্তদের জন্য এই সন্মান ভাগ করে নিতে চাই। এটা আপনাদের চতুর্থ সমাবর্তন। কিন্তু আপনারা আপনাদের টার্গেট পূরণ করেছেন। আমি ওদের বলেছিলাম সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি করতে। তখন ওরা কিছু মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় করেছে।"
advertisement
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা একটা অনুপ্রেরণা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বা সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি থেকে এই সন্মান পাওয়া বিশেষ ব্যাপার। আমি ভার্টিকান গেছিলাম ওদের আমন্ত্রণে। আমি দেখেছিলাম সেন্ট জেভিয়ার্সের সব টিম গেছিল। আমি আজ প্রস্তাব করেছি রাজ্য সরকার এর তরফে একটি চেয়ার প্রফেসর পদ করা হবে সেন্ট টেরেসা এর নামে।"
advertisement
মুখ্যমন্ত্রী আরও বলেন, "১৯৪৭ থেকে ২০১১ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছিল ১২টি। আমাদের সময় হয়েছে ৩০টি। অনেক স্কুল, অনেক কলেজ হয়েছে। শিক্ষা তখনই দাম দেয়, যখন আপনি সঠিক পদ্ধতিতে শিক্ষা নেবেন। প্রতি খ্রিস্টমাস ফেস্টিভ্যালে আমাকে বলা হয় আসতে। শিক্ষকরা আপনাদের বাবা মায়ের মতো। তাই আপনারা শিক্ষকদের ভুলে যাবেন না।"
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Mamata Banerjee: 'আমি গর্বিত, এটা একটা অনুপ্রেরণা,' সেন্ট জেভিয়ার্স থেকে ডি-লিট পেলেন মমতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement