Mamata Banerjee on School Teacher Crisis: 'স্বেচ্ছায় স্কুলে গিয়ে পড়ান', মমতার পরামর্শ শুনেই নেতাজি ইন্ডোরে শোরগোল! কী বললেন মমতা?

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরামর্শের পরই চাকরিহারা শিক্ষকদের মধ্যে নতুন করে বিভ্রান্তি ছড়ায়৷

চাকরি হারানো শিক্ষকদের আশ্বাস মুখ্যমন্ত্রীর৷
চাকরি হারানো শিক্ষকদের আশ্বাস মুখ্যমন্ত্রীর৷
কলকাতা: ২৫ হাজার শিক্ষকের চাকরি বাতিলের পাল্টা সুপ্রিম কোর্টে রাজ্য সরকার নতুন করে আবেদন করবে বলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, যোগ্য কোনও শিক্ষকের চাকরি তিনি বাতিল করতে দেবেন না৷ এই আশ্বাসের পাশাপাশি শুধুমাত্র যোগ্য শিক্ষকদের স্কুলে গিয়ে স্বেচ্ছায় পড়ানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরামর্শের পরই চাকরিহারা শিক্ষকদের মধ্যে নতুন করে বিভ্রান্তি ছড়ায়৷ কেন মুখ্যমন্ত্রী স্বেচ্ছাশ্রমের কথা বললেন, স্বেচ্ছাশ্রম দিলে বেতন পাওয়া যাবে কি না, দর্শকাসন থেকেই এই ধরনের প্রশ্ন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ছুড়ে দেন তাঁরা৷
advertisement
মঞ্চে দাঁড়িয়েই শিক্ষকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘একটু বুদ্ধি খাটান আপনারা৷ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে চাকরি বাতিল করেছে৷ এখন আমি আপনাদের বলতে পারি না যে আপনাদের চাকরি বহাল আছে৷ কিন্তু স্বেচ্ছায় যে কেউ স্কুলে গিয়ে পড়াতে পারে৷ যতদিন না পর্যন্ত আমরা আদালতে ফের আবেদন করছি, আদালত রায়ের ব্যাখ্যা দিচ্ছে, ততদিন পর্যন্ত আপনারা স্বেচ্ছায় স্কুলে গিয়ে পড়ান৷ দুই মাস সাফার করলে, ২০ বছর সাফার করতে হবে না। কাউকে ভিক্ষা করতে হবে না। আপনাদের কি অবস্থা আমি জানি, লোন, ঋণ, নয়া সংসার আছে। আমি সব জানি। আপনারা সার্ভিসে যান। আপনারা পড়াশোনা করুন।’
advertisement
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আপনাদের টার্মিনেট কেউ করেনি। আপনাদের কাজ করতে কেউ বারণ করেছে? যান বাচ্চাদের শিক্ষা দিন।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, যদি শেষ পর্যন্ত আদালত যোগ্য অযোগ্য সব শিক্ষকদেরই চাকরি বাতিলের নির্দেশ বজায় রাখে, সেক্ষেত্রেও বিকল্প পরিকল্পনা তৈরি আছে বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Mamata Banerjee on School Teacher Crisis: 'স্বেচ্ছায় স্কুলে গিয়ে পড়ান', মমতার পরামর্শ শুনেই নেতাজি ইন্ডোরে শোরগোল! কী বললেন মমতা?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement