Madhyamik: মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় ঘোষণা! পরীক্ষার্থী পিছু ১০ টাকা, স্কুলে স্কুলে নোটিস পাঠাল মধ্যশিক্ষা পর্ষদ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Madhyamik: পরীক্ষার্থী পিছু ১০ টাকা বরাদ্দ মধ্যশিক্ষা পর্ষদের। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্র পিছু ১০ টাকা করে স্কুলগুলিকে দেবে মধ্যশিক্ষা পর্ষদ। প্রত্যেকটি স্কুলকে নোটিস পাঠিয়ে জানাল মধ্যশিক্ষা পর্ষদ।
কলকাতা: পরীক্ষার্থী পিছু ১০ টাকা বরাদ্দ মধ্যশিক্ষা পর্ষদের। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্র পিছু ১০ টাকা করে স্কুলগুলিকে দেবে মধ্যশিক্ষা পর্ষদ। প্রত্যেকটি স্কুলকে নোটিস পাঠিয়ে জানাল মধ্যশিক্ষা পর্ষদ।
ছাত্র-ছাত্রীরা যাতে তাদের স্কুলে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে এবং তাদের জন্য সব রকমের ব্যবস্থা থাকে তার জন্য ছাত্র পিছু ১০ টাকা করে বরাদ্দ পর্ষদের। এর জন্য চলতি বছরে মধ্যশিক্ষা পর্ষদের ১ কোটি টাকা খরচ হতে চলেছে। প্রত্যেক স্কুলকে পরীক্ষার আগেই এই টাকা পাঠিয়ে দেবে পর্ষদ। স্কুলগুলিকে বিজ্ঞপ্তি দিয়ে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। এই প্রথম মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্র পিছু বরাদ্দ দিচ্ছে পর্ষদ।
advertisement
advertisement
এরইমধ্যে উচ্চমাধ্যমিক নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে সংসদ। জানা যাচ্ছে, বছরে দু’বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে রাজ্যে। সিবিএসই’র মতোই এই পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যে এই বিষয়ে চূড়ান্ত ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, রাজ্যের কাছে প্রস্তাবও পাঠানো হচ্ছে। এমনটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে।
advertisement
প্রস্তাব গৃহীত হলে এই বিষয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। এমনটাই জানা গিয়েছে। শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তারই মধ্যে মাধ্যমিকের পরীক্ষার্থীদের যত্ন নিতেও বড় সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 22, 2023 7:49 PM IST

