Madhyamik Exam: মাধ্যমিক পরীক্ষার্থীর রেজিস্ট্রেশনে ভুল হলে ফি দিতে হবে স্কুলকে! নির্দেশ পর্ষদের

Last Updated:

Madhyamik Exam: বোর্ডের তরফে দেওয়া নির্দিষ্ট সময়সীমার পরে অনেক স্কুলই ভুল তথ্য দিয়ে পাঠানোর পর সংশোধনের আর্জি জানায়। এবার তা নিয়েই কড়া মনোভাব মধ্যশিক্ষা পর্ষদের

মাধ্যমিক পরীক্ষার্থীর রেজিস্ট্রেশনে ভুল হলে ফি দিতে হবে স্কুলকে
মাধ্যমিক পরীক্ষার্থীর রেজিস্ট্রেশনে ভুল হলে ফি দিতে হবে স্কুলকে
কলকাতা: মাধ্যমিক পরীক্ষার্থীদের তথ্য দিতে ভুল করলে স্কুলকেই দিতে হবে তার “খেসারত”। তার জন্য নেওয়া যাবে না অভিভাবক বা ছাত্র-ছাত্রীদের থেকে সংশোধন এর জন্য ফি। বোর্ডের তরফে দেওয়া নির্দিষ্ট সময়সীমার পরে অনেক স্কুলই ভুল তথ্য দিয়ে পাঠানোর পর সংশোধনের আর্জি জানায়। এবার তা নিয়েই কড়া মনোভাব মধ্যশিক্ষা পর্ষদের।
বোর্ডের তরফে দেওয়া নির্দিষ্ট সময়সীমার পরে সংশোধনের জন্যই এই ফি দিতে হবে স্কুলকে। প্রত্যেকটি কেস পিছু ১০০০ টাকা করে সংশোধনের জন্য ফি দিতে হবে স্কুলকেই। এই মর্মে পর্ষদ নোটিশ দিয়েছে স্কুলগুলোকে। মাধ্যমিকের পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য তথ্য পাঠানোর নির্দিষ্ট সময়সীমা দেওয়া রয়েছে। পরীক্ষার্থীদের তথ্য সংশোধনের জন্য অনলাইন ভেরিফিকেশন প্রক্রিয়াও শুরু করেছে পর্ষদ। কিন্তু তারপরেও একাধিক স্কুলের গড়িমসি নজরে এসেছে পর্ষদের। তার জন্যই এবার স্কুলকেই দিতে হবে মোটা অঙ্কের “সংশোধিত ফি।”
advertisement
advertisement
এ বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, “কিছু স্কুলের জন্য উদাসিনতার জন্য ভুল থেকে যাচ্ছে। প্রায় ১০০-র উপরে স্কুলে লগ ইন পর্যন্ত করছে না। তাদের জন্য তো পড়ুয়ারা ক্ষতিগ্রস্থ হবে। তাই কোনও যদি ফি থাকে, তাহলে সেই ফি স্কুলকেই বহন করতে হবে। ছাত্র ছাত্রীরা বা তাদের অভিভাবকরা কেন দেবেন? তথ্য স্কুলের কাছে আছে। আর সেটা যথাযথ সময়ে পূরণ করা দায়িত্ব স্কুলের।”
advertisement
তিনি আরও বলেন, “আমরা সংশোধনের উইন্ডো ১০ দিন বাড়িয়েছি। আমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়েও দিয়েছি। কিন্তু তারপরেও যদি দেখা যায় তথ্যে ভুল আছে, তাহলে সংশ্লিষ্ট পড়ুয়ার ৪টে সার্টিফিকেট পরিবর্তন করতে হয়। কিন্তু আমরা সেই জায়গায় যাব কেন? তার আগেই তো বিষয়টি সংশোধন করব। যেখানে স্কুলের ভুল-ত্রুটি আছে, সেটা স্কুলকেই বহন করতে হবে। ছাত্র ছাত্রীদের কাছে সেটা কোনওভাবেই দিয়ে দেওয়া উচিত নয়। সেটা আমরা চাইও না।”
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam: মাধ্যমিক পরীক্ষার্থীর রেজিস্ট্রেশনে ভুল হলে ফি দিতে হবে স্কুলকে! নির্দেশ পর্ষদের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement