Madhyamik Exam 2025 Routine: মাধ্যমিক ২০২৫-এর পরীক্ষা শুরু ১০ ফেব্রুয়ারি, অঙ্কের আগে ছুটি কতদিন? হাতে রাখুন রুটিন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
West Bengal Madhyamik Exam Routine 2025 Date: চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। নয়া সূচিতে অঙ্ক পরীক্ষা কিছুটা এগিয়ে আনা হয়েছে।
কলকাতা: প্রথমে ছিল ১৪ ফেব্রুয়ারি। তারপর ১২ ফেব্রুয়ারি হল। শেষে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয় যে, ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১০ ফেব্রুয়ারি থেকে। চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। দিনক্ষণ নিয়ে সংশয়ের কোনও অবকাশ নেই, নয়া সূচিতে অঙ্ক পরীক্ষা কিছুটা এগিয়ে আনা হয়েছে।
সাধারণত মাধ্যমিকের শেষের দিকে অঙ্ক পরীক্ষা হয়। এবার প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা পরীক্ষার পরেই অঙ্ক দিতে হবে পড়ুয়াদের। তবে অঙ্ক পরীক্ষার আগে চারদিন ছুটি রয়েছে। তাছাড়া ইতিহাসের আগেও পড়ুয়ারা একদিন ছুটি পাবেন। বাকি কোনও পরীক্ষার আগে ছুটি নেই। পরপর হবে সেই বিষয়গুলির পরীক্ষা।
আরও পড়ুন: NIRF র্যাঙ্কিং অনুযায়ী ভারতের শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয় কারা? তালিকায় বাংলার কোন ইউনিভার্সিটি? দেখুন
advertisement
advertisement
২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি বা পুরো রুটিন
১) ১০ ফেব্রুয়ারি (সোমবার): প্রথম ভাষা।
২) ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার): দ্বিতীয় ভাষা।
৩) ১৫ ফেব্রুয়ারি (শনিবার): অঙ্ক।
৪) ১৭ ফেব্রুয়ারি (সোমবার): ইতিহাস।
৫) ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার): ভূগোল।
৬) ১৯ ফেব্রুয়ারি (বুধবার): জীবনবিজ্ঞান।
৭) ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): ভৌতবিজ্ঞান।
advertisement
৮) ২২ ফেব্রুয়ারি (শনিবার): ঐচ্ছিক বিষয়।
আরও পড়ুন: ২০ বছর অন্যের স্ত্রীর সঙ্গে ঘর-সংসার দীপক তিজোরির, বলিউড অভিনেতার এই গল্প শুনলে চমকে যাবেন!
কখন পরীক্ষা শুরু হবে? কখন শেষ হবে?
পর্ষদের তরফে জানানো হয়েছে যে সকাল ১০ টা ৪৫ মিনিটে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চলবে দুপুর দুটো পর্যন্ত। প্রথম ১৫ মিনিটে অবশ্য লেখা যাবে না। ওই ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে। সকাল ১১ টা থেকে পড়ুয়ারা লেখা শুরু করতে পারবে। লেখার জন্য তিন ঘণ্টা থাকবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2025 8:52 PM IST