Madhyamik Exam 2024 Big Update: মাধ্যমিকে এবার বিরাট 'কড়াকড়ি'! প্রশ্নপত্র ফাঁসের দিন শেষ...,বড় পদক্ষেপ নিল পর্ষদ

Last Updated:

Madhyamik Exam 2024 Big Update: মধ্যশিক্ষা পর্ষদের তরফে ইতিমধ্যেই জেলায় জেলায় গাইডলাইন পাঠানো হয়েছে। সেই গাইডলাইনে অ্যাটেনডেন্স শিট নিয়ে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা: চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা নিয়ে আরও সতর্ক মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই প্রশ্নপত্রে বিশেষ কোড ব্যবহার করা সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। প্রত্যেকটি প্রশ্নপত্রে পৃথক পৃথক কোড ব্যবহার করা হবে। মূলত মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ফাঁস আটকাতে এই পদক্ষেপ করেছে পর্ষদ। প্রত্যেক পরীক্ষার্থীকে তাদের উত্তরপত্রে লিখতে হবে প্রশ্নপত্রের কোডের নম্বর।আর এবার পরীক্ষার্থীদের অ্যাটেনডেন্স শিটে লিখতে হবে প্রশ্নপত্রের ক্রমিক নম্বর। অর্থাৎ শুধুমাত্র উত্তরপত্রে লিখলেই হবে না, মাধ্যমিক পরীক্ষা চলার সময় ছাত্র-ছাত্রীদের যখন অ্যাটেনডেন্স সিটে সই করানো হয় সেই সময় প্রশ্নপত্রের কোড ও লিখতে হবে এই অ্যাটেনডেন্স শিটে।
শুধু তাই নয়, সেই সময় পরীক্ষার ঘরে যারা দায়িত্বরত শিক্ষক থাকবেন তাদের এই কোড নম্বরটি লেখা নাও বাধ্যতামূলক হবে বলেই পর্ষদের তরফে দেওয়া গাইডলাইনে উল্লেখ করা হয়েছে বলেই পর্ষদ সূত্রে খবর। মধ্যশিক্ষা পর্ষদের তরফে দেওয়া গাইডলাইনে বলা হয়েছে যে, অনেক পরীক্ষার্থী পরীক্ষা দেওয়া সত্ত্বেও অ্যাটেনডেন্স সিটে তাকে অনুপস্থিত দেখানো হয়।
advertisement
advertisement
শুধু তাই নয়, এমনও দেখা যায় যে কোনও বিষয়ে পরীক্ষা দেওয়া সত্ত্বেও অ্যাটেনডেন্স সিটে স্বাক্ষর না করানোর জন্য তাকে অ্যাবসেন্ট করে দেওয়া হয়। আর এবার মাধ্যমিক পরীক্ষা নিয়ে তার জন্য বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন জেলাগুলিকে ,পর্ষদ সূত্রে তেমনটাই খবর।
advertisement
তবে এক্ষেত্রে যদি কোনও ভুল হয় তাহলে সংশ্লিষ্ট পরীক্ষার ঘরে যিনি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক থাকবেন তার বিরুদ্ধেই পদক্ষেপ নেওয়া হবে বলেও পর্ষদ গাইডলাইনে জানিয়েছে বলেই সূত্রের খবর। প্রসঙ্গত, শুক্রবারই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘প্রশ্নপত্রর বিভিন্ন জায়গাতেই কোড ব্যবহার করা হবে। কেউ কোনও জায়গা থেকে মোবাইলে ছবি তুললেই সঙ্গে সঙ্গে সেই কোড নজরে আসবে। কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্রের ছবি তোলা হয়েছে তা সঙ্গে সঙ্গেই চিহ্নিত করা যাবে।’এবারে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ফেব্রুয়ারির ২ তারিখ থেকে। শেষ হচ্ছে ১২  ফেব্রুয়ারি। গতবারের তুলনায় অনেকটাই এগিয়ে আনা হয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে ইতিমধ্যেই জেলায় জেলায় বৈঠক করাও শুরু করেছে পর্ষদ।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam 2024 Big Update: মাধ্যমিকে এবার বিরাট 'কড়াকড়ি'! প্রশ্নপত্র ফাঁসের দিন শেষ...,বড় পদক্ষেপ নিল পর্ষদ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement