Madhyamik 2023: ‘দায়িত্ব অবহেলা হলেই আইনগত পদক্ষেপ...’ উত্তরপত্র মূল্যায়নের আগেই শিক্ষকদের সতর্ক করল মধ্যশিক্ষা পর্ষদ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
আগামী ১০ মার্চ থেকে শুরু হবে উত্তরপত্র দেওয়ার প্রক্রিয়া প্রধান পরীক্ষকদের।
কলকাতা: মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের প্রক্রিয়া শুরু হতে চলেছে। আর সেই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই মূল্যায়নকারী শিক্ষকদের সতর্ক করল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ১০ মার্চ থেকে শুরু করে ১৯ মার্চ পর্যন্ত উত্তরপত্র বিতরণের প্রক্রিয়া শুরু করবে পর্ষদ। সেই প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে বিভিন্ন ক্যাম্প অফিসগুলি থেকে হয়, তার জন্য মধ্যশিক্ষা পর্ষদ বিশেষভাবে নির্দেশিকা জারি করল। আগামী ১০ মার্চ রাজ্যজুড়ে বনধ ডেকেছে সরকারি কর্মচারীদের একাংশ বা সংগ্রামী যৌথ মঞ্চ। সেক্ষেত্রে মাধ্যমিকের উত্তরপত্র সংগ্রহ করার ক্ষেত্রে তার প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা পর্ষদের আধিকারিকদের।
Check : পশ্চিমবঙ্গ মাধ্যমিক ক্লাস 10 তম ফলাফল 2023 লাইভ আপডেট
পর্ষদ নির্দেশিকা নির্দিষ্ট ভাবে জারি করে ২০০৪ সালের ১৭ ও ১৯ নম্বর ধারা স্মরণ করিয়ে প্রধান পরীক্ষকদের স্পষ্ট করে জানিয়ে দিল শিক্ষক শিক্ষিকাদের দায়িত্বের কথা। শুধু তাই নয়, পর্ষদ নির্দেশিকা দিয়ে এটিও স্পষ্ট করে দিল যে যদি কোনও শিক্ষক-শিক্ষিকা বা প্রধান পরীক্ষকের উত্তরপত্র সংগ্রহ করার ক্ষেত্রে বা মূল্যায়ন করার ক্ষেত্রে কোনওরকম গাফিলতি ধরা পড়ে, তাহলে পর্ষদের সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পর্ষদের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় প্রধান পরীক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা তাদের দায়িত্ববোধ অনুযায়ী যাতে উত্তরপত্র সংগ্রহ করেন এবং দ্রুত সেই উত্তরপত্র জমা দেন। এর পাশাপাশি তাদের অধীনে যে সমস্ত শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়ন করবেন, তাঁরা যাতে সঠিকভাবে উত্তরপত্র মূল্যায়ন করেন এবং সুশৃঙ্খলভাবে উত্তরপত্রগুলি তাঁরা নিয়ে যান। পাশাপাশি উত্তরপত্র যদি কেউ হারিয়ে ফেলেন তাহলেও সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে পর্ষদ আগের থেকেই সতর্ক করল শিক্ষক-শিক্ষিকাদের।
advertisement
advertisement
যে কয়েকদিন উত্তরপত্র বিতরণ করা হবে, তা যাতে সুশৃঙ্খলভাবে হয়, তার নজরদারি করবেন মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত কনভেনাররা। আগামী ১০ মার্চ, ১১ মার্চ, ১৩ মার্চ, ১৫ মার্চ এবং ১৯ মার্চ এই পাঁচ দিন রাজ্যজুড়ে উত্তরপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হবে প্রধান পরীক্ষকদের। আর তাই আটচল্লিশ ঘণ্টা আগেই পর্ষদ শিক্ষক-শিক্ষিকাদের তাঁদের দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দিয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও যে পিছুপা হবে না, তাও স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিল এদিন।
advertisement
Check: পশ্চিমবঙ্গ মাধ্যমিক 10 তম ফলাফল 2023
view commentsসোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 09, 2023 7:02 AM IST

